‘তিনি বেঁচে থাকলে দেশভাগ মেনে নিতেন?’ ভগৎ সিংকে নিয়ে জাভেদের টুইটের পালটা দিলেন কঙ্গনা

মুম্বই: কঙ্গনা রানাউত একাধিক কারণে বহুবার খবরের শিরোনামে এসেছেন। ইন্ডাস্ট্রির বড় বড় ব্যক্তিত্বকে একহাত নেওয়া থেকে শুরু করে সরকারের সঙ্গে বাকযুদ্ধ চালিয়ে যাওয়া, অভিনেত্রীকে থামানোর কোনও উপায় আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সম্প্রতি ভগত সিংকে নিয়ে ফের ফুঁসে উঠলেন কঙ্গনা। ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে কঙ্গনা বিপ্লবীর একটি ছবি শেয়ার করেন এবং তাঁকে শ্রদ্ধা জানান। তবে জাভেদ আখতারের টুইটটিতে মন্তব্য করতে গিয়ে অভিনেত্রী ফের ক্ষোভ উগরে দেন।

 

মুম্বই: কঙ্গনা রানাউত একাধিক কারণে বহুবার খবরের শিরোনামে এসেছেন। ইন্ডাস্ট্রির বড় বড় ব্যক্তিত্বকে একহাত নেওয়া থেকে শুরু করে সরকারের সঙ্গে বাকযুদ্ধ চালিয়ে যাওয়া, অভিনেত্রীকে থামানোর কোনও উপায় আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সম্প্রতি ভগত সিংকে নিয়ে ফের ফুঁসে উঠলেন কঙ্গনা। ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে কঙ্গনা বিপ্লবীর একটি ছবি শেয়ার করেন এবং তাঁকে শ্রদ্ধা জানান। তবে জাভেদ আখতারের টুইটটিতে মন্তব্য করতে গিয়ে অভিনেত্রী ফের ক্ষোভ উগরে দেন।

গীতিকার ও কবি জাভেদ আখতার টুইটারে গিয়ে লিখেছিলেন, “কিছু লোক কেবল এই সত্যের মুখোমুখি হতে অস্বীকার করে না। তবে অন্যদের থেকেও তা গোপন করতে চায় যে শহিদ ভগত সিং একজন মার্কসবাদী ছিলেন। কেন তিনি নাস্তিক, তা নিয়ে একটি নিবন্ধ লিখেছিলেন তিনি। কোন ধারণা এই জাতীয় লোকেরা কারা?.আমি অবাক হয়েছি যদি আজ তিনি বেঁচে থাকতেন তবে তারা ভগৎ সিংকে কী বলে ডাকত?” এই টুইটের উত্তরে কঙ্গনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। লিখেছেন, “আমিও ভাবছি যে ভাগতসিং বেঁচে থাকলে তিনি কি তাঁর নিজের লোকদের দ্বারা গণতান্ত্রিক প্রক্রিয়া দ্বারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতেন? তিনি তাদের সমর্থন করবেন? তিনি কি ভারত মাতাকে ধর্মের ভিত্তিতে টুকরো টুকরো করে ভাগ হতে দেখতেন? নাকি সেগুলো দেখে নাস্তিক হওয়াই বেছে নিতেন? না তাঁর বাসন্তী চোলা পরতেন?”

 

null

 

সম্প্রতি ‘রঙ্গিলা’ অভিনেত্রী ও রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকারকে আক্রমণ করেল কঙ্গনা। ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। পরে সেই দল থেকে ইস্তফাও দেন। তিনি অভিযোগ তোলেন, দলের অন্দরেই রাজনীতি চলে। তাই তিনি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি তিনি কঙ্গনা রানাউতেরও বিরুদ্ধাচারণ করেন। কঙ্গনা বলেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির ৯৯% তারকা মাদক নেন। এই মতেরই সমর্থন করেননি উর্মিলা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “গোটা দেশ মাদকের মারাত্মক সমস্যার মুখোমুখি। তিনি (কঙ্গনা) কি জানেন যে হিমাচল ড্রাগের উৎস? তাঁর নিজের রাজ্য থেকেই শুরু করা উচিত।” এর উত্তরে বুধবার কঙ্গনা রানাউত মুখ খোলেন। জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে একটি সাক্ষাৎকারে, তিনি উর্মিলাকে একহাত নেন। তাঁর মন্তব্যেরও বিরোধিতা করেন। বলেন, “উর্মিলা তিনি একজন সফট পর্ন তারকা। আমি জানি এটা খুব নির্লজ্জ। তবে তিনি নিশ্চিতভাবে অভিনয়ের জন্য পরিচিত নন। তিনি কি জন্য পরিচিত? ঠিক সফট পর্ন করার জন্য? যদি তিনি টিকিট পেতে পারেন তবে আমি কেন টিকিট পাব না?” কঙ্গনার এই উক্তির পর ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কঙ্গনাকে একের পর এক আক্রমণ করা হয়। তাঁকে ‘আত্মকেন্দ্রিক’ বলেও কটাক্ষ করা হয়। অন্যদিকে জেনিফার লোপেজ সহ একাধিক তারকা উর্মিলার সমর্থনে এগিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 2 =