ড্রাগ মামলায় দীপিকাকে করেছিলেন জিজ্ঞাসাবাদ, করোনায় আক্রান্ত সেই NCB কর্তা

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত ড্রাগের মামলায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ চলাকালীন উপস্থিত ছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) ডেপুটি ডিরেক্টর কে পি এস মলহোত্রা। সম্প্রতি করোনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
 

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত ড্রাগের মামলায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ চলাকালীন উপস্থিত ছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) ডেপুটি ডিরেক্টর কে পি এস মলহোত্রা। সম্প্রতি করোনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।

জুন মাসে মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুতে ড্রাগ যোগের ইঙ্গিত পাওয়া যায়। তারপই মামলা হাতে নেয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন NCB কর্তারা। এখনও অবধি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রকুল প্রীত সিংকে এনসিবি প্রশ্ন করেছে। প্রয়োজন পড়লে তাঁদের ফের তলব করা হতে পারে। দীপিকা পাড়ুকোনকে গত মাসের শেষের দিকে মুম্বইয়ের কোলাবার এভলিন গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করা হয়। যেখানে নার্কোটিক্স ব্যুরোর বিশেষ তদন্ত দল একটি সাময়িক অফিস তৈরি করেছে। তার আগে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকার ম্যানেজার কারিশ্মাকে। গত মাসেই একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আসে। সেই নিয়েই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

চ্যাটে অভিনেত্রী কোনও এক নির্দিষ্ট ব্যক্তি ‘কে’-র থেকে ‘মাল ও হ্যাশ’ চাইছেন বলে অভিযোগ করা হয়েছে। চ্যাটে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশের নামও উঠে এসেছে এবং জানা গিয়েছে যে তাঁকে এনসিবির কাছে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। একটি সংবাদমাধ্যমে দীপিকা এবং কারিশমার মধ্যে চ্যাটের বিবরণ প্রকাশ পেয়েছে। দু’জনের মধ্যে মাদকের সঙ্গে সম্পর্কিত কথোপকথনটি ২৮ অক্টোবর, ২০১৭ সালের। এদিকে, দীপিকা পরিচালিত ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কেওয়ানও তদন্তকারীদের নজরে রয়েছে। এর আগে ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা এবং সংস্থার প্রতিষ্ঠাতা অংশীদার ধুভ চিতগোপেকারকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিশেষত জয়া সাহাকে মামলার ‘কিংপিন’ হিসাবে অভিহিত করা হচ্ছে এবং কর্তৃপক্ষ তার জিজ্ঞাসাবাদের সময় উপরের চ্যাটের কথাও জিজ্ঞাসা করে। দীপিকা এবং কেওয়ানের অন্যান্য সদস্যরা ‘ডিপি+কা+কেওয়ান’ হোয়াটসঅ্যাপ গ্রুপের অংশ ছিলেন যেখানে দীপিকা অ্যাডমিন ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =