শর্তসাপেক্ষে জামিন পেলেন রিয়া, অভিনেত্রীকে মানতে হবে কী কী শর্ত?

মুম্বই: ড্রাগ সংক্রান্ত মামলায় শেষ পর্যন্ত জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কিন্তু শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁকে। ১ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। তবে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে রিয়াকে। অভিনেত্রীকে জানানো হয়েছে তাঁকে রোজ এজলাসে হাজিরা দিতে হবে। যদি কোনও কারণে তিনি অনুপস্থিত থাকেন তবে তার উপযুক্ত কারণ জানাতে হবে। এছাড়া আরও কয়েকটি শর্ত রয়েছে যা রিয়াকে মেনে চলতে হবে। 
 

 

মুম্বই: ড্রাগ সংক্রান্ত মামলায় শেষ পর্যন্ত জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কিন্তু শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁকে। ১ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। তবে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে রিয়াকে। অভিনেত্রীকে জানানো হয়েছে তাঁকে রোজ এজলাসে হাজিরা দিতে হবে। যদি কোনও কারণে তিনি অনুপস্থিত থাকেন তবে তার উপযুক্ত কারণ জানাতে হবে। এছাড়া আরও কয়েকটি শর্ত রয়েছে যা রিয়াকে মেনে চলতে হবে। 

তার মধ্যে অন্যতম হল, তদন্তকারী সংস্থার কাছে পাসপোর্ট জমা রাখতে হবে রিয়াকে। কোনওভাবেই তিনি দেশের বাইরে যেতে পারবেন না। যদি কোনও কারণে তাঁকে দেশের বাইরে যেতে হয়, তবে গ্রেটার মুম্বইয়ের NDPS আদালতের বিশেষ বিচারপতির অনুমতি লাগবে। এমনকী তাঁকে গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে হলেও তদন্তকারী অফিসারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে উপযুক্ত কারণ দর্শাতে হবে রিয়াকে। বুধবার থেকে ১০ দিন পর্যন্ত তাঁকে প্রতিদিন নিকটবর্তীর থানায় হাজিরা দিতে হবে। এরপর থেকে ছ’মাস পর্যন্ত প্রতিমাসের প্রথম সোমবার তদন্তকারী সংস্থার অফিসে উপস্থিত হতে হবে।

আরও পড়ুন:  সুশান্ত মামলা ও মুম্বই পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্য, স্ক্যানারে হাজারেরও বেশি ভুয়ো সোশ্যাল অ্যাকাউন্ট

বুধবার রিয়া জামিন পেলেও শৌভিকের আর্জি খারিজ হয়ে যায়। এছাড়া এদিন সুশান্তকে মাদক সরবরাহে অভিযুক্ত আবদুল পরিহারের জামিনের আবেদনও খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট৷ ১ লক্ষ টাকা বন্ডে জামিন পান রিয়া৷ জামিন পেলেও আগামী ১০ দিন থানায় হাজিরা দিতে হবে তাঁকে৷ তাঁর পাসপোর্ট থানায় জমা রাখতে হবে৷ থানার অনুমতি ছাড়া গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না তিনি৷ দেশের বাইরে যাওয়ার জন্য আদালতের অনুমতি নিতে হবে তাঁকে৷ এর আগে মুম্বইয়ের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক আদালত ২০ অক্টোবর পর্যন্ত রিয়ার বিচার বিভাগীয় হেফাজতে মেয়াদ বাড়িয়েছিল৷ এর পরই বম্বে হাইকোর্টে যান রিয়ার আইনজীবী৷ এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত৷ জামিন পেয়েছেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক দীপেশ সাওয়ান্ত৷ এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চলে শুনানি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =