‘বিগ বস’-এর ঘরে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন হিনা খান, কত জানেন?

মুম্বই: বিগ বসের ইতিহাসে প্রথমবারের মতো তিন সিনিয়র প্রতিযোগী বিগ বসের বাড়িতে প্রবেশ করেছেন। এরা তিনজন হলেন সিদ্ধার্থ শুক্লা, গওহর খান ও হিনা খান। প্রথম ১৪ দিন তাঁরা এখানেই থাকবেন। অনেকে বিশ্বাস করেন যে সিদ্ধার্থ শুক্লা এই শোটি চালাচ্ছেন এবং তিনি বিগ বস হাউজের এমন এক সিনিয়র যিনি সর্বাধিক বেতন পাচ্ছেন। কিন্তু তা নয়। খবরে প্রকাশ সিনিয়রদের মধ্যে সবচেয়ে বেশি বেতনের অধিকারী হলেন হিনা খান। সিদ্ধার্থ শুক্লা নন।

মুম্বই: বিগ বসের ইতিহাসে প্রথমবারের মতো তিন সিনিয়র প্রতিযোগী বিগ বসের বাড়িতে প্রবেশ করেছেন। এরা তিনজন হলেন সিদ্ধার্থ শুক্লা, গওহর খান ও হিনা খান। প্রথম ১৪ দিন তাঁরা এখানেই থাকবেন। অনেকে বিশ্বাস করেন যে সিদ্ধার্থ শুক্লা এই শোটি চালাচ্ছেন এবং তিনি বিগ বস হাউজের এমন এক সিনিয়র যিনি সর্বাধিক বেতন পাচ্ছেন। কিন্তু তা নয়। খবরে প্রকাশ সিনিয়রদের মধ্যে সবচেয়ে বেশি বেতনের অধিকারী হলেন হিনা খান। সিদ্ধার্থ শুক্লা নন।

জানা গিয়েছে, সিদ্ধার্থকে দুই সপ্তাহের জন্য ৩২ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আর হিনা খান ১৪ দিন ঘরে থাকার জন্য ৭২ লক্ষ টাকা পাচ্ছেন। বিগ বস হাউজে হিনা খান এবং সিদ্ধার্থ শুক্লার পারফর্ম্যান্স তাঁদের ভক্তরা পছন্দ করেন এবং তাঁরা প্রায়শই #SidHina হ্যাশট্যাগে ট্রেন্ডিং হন। গত সপ্তাহে, সিদ্ধার্থ রাহুল বৈদ্যকে বলেছিলেন, “আপনি জানেন যে আমার সমস্যাটি কী? যখন আপনি একটি মরসুম করেছেন (নিজের কথা উল্লেখ করে), আপনি শেষ মুহূর্ত পর্যন্ত যা ঘটেছিল তা দেখেছেন। এবং এখন আপনি কী ঘটছে তা দেখেন। এখন, আপনি ফিরে এসেছেন এবং আপনি সমস্ত কিছু ভুল বলে মনে করছেন। যেমন আমি অনুভব করেছি, ঠিক কী ঘটছে। আমি জানি এটি কেবল দ্বিতীয় বা তৃতীয় দিন। তবে আমি আশ্চর্য হয়েছি… কেন কিছু হচ্ছে না? কেন এটি আগের বাড়ির মতো দেখাচ্ছে না?”

তিনি অভিনবকে ভুল বোঝাবুঝি কীভাবে এড়িয়ে চলতে হয় শিখিয়েছেন। সঙ্গে এও বলেছেন, “ভুল বোঝাবুঝি তো হয় না। কিন্তু যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন আর তিনি আপনার বন্ধু হবেন তখন তো ভুল বোঝাবুঝি হবেই না। কারণ আপনি তো সব পরিষ্কার করে দেবেন। কিন্তু যদি আপনি কারোর রাস্তার কাঁচায় পরিণত হন তবে সবার কষ্ট হবে।”

৩ অক্টোবর হয়েছে এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার। এই প্রিমিয়ারের আগে শোনা গিয়েছিল ‘বিগ বস ১৪’-এর টেলিকাস্ট হওয়ার সময়টি আধ ঘণ্টা হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত এই গুজবের নিষ্পত্তি ঘটে। নির্মাতারা নিশ্চিত করেন যে শোটি কেবল মাত্র ১ ঘণ্টা সম্প্রচারিত হবে। তাদের একটি অফিসিয়াল বিবৃতিতে লেখা ছিল, “‘বিগ বস’-এর ৩০ মিনিটের সম্প্রচারের সময় খবরটি অসত্য। শোটি সোমবার থেকে শুক্রবার রাত সাড়ে দশটায় এবং শনি ও রবিবার সকাল ৯ টায় স্বাভাবিকভাবে ১ ঘণ্টার সময়কালে প্রচারিত হবে। ৩ অক্টোবর থেকে শুরু হয় ‘বিগ বস ১৪’।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *