মুম্বই: বিগ বস বরাবরই বিতর্কিত ব্যক্তিদের শোয়ে নিয়ে আসে। এই সিজনে শোনা যাচ্ছে বিগ বসে নাকি আসতে পারেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় প্রথম থেকে উঠেছে রিয়া চক্রবর্তীর নাম। এরপর সুশান্তের সঙ্গে ড্রাগ মামলায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তাঁকে গ্রেফতার করে। গত বুধবার শর্ত সাপেক্ষে জামিন পান রিয়া চক্রবর্তী। বর্তমানে তাঁকে প্রত্যহ থানায় হাজিরা দিতে হচ্ছে।
কিছুদিন আগে অভিনেতা ও প্রযোজক রোহিত চৌধুরি বলেছিলেন, রিয়াকে তিনি ‘বিগ বস’-এর এই সিজনে দেখতে চান। সেখানে রিয়া তাঁর বক্তব্যও রাখতে পারবেন। তিনি আরও বলেন, ‘বিগ বস’-এর হাউজে সাধারণত প্রথমের কিচুদিন ছাড়া কেউই মুখোশ পরে থাকতে পারেন না। চব্বিশ ঘণ্টা হাউজে থাকায় একসময় না একসময় তাদের লোক দেখানো মুখোশটি খুলে যায়। রিয়া যদি বিগ বস হাউজে আসেন তবে কখনও না কখনও তিনি নিজের জীবনের এই এপিসোডটি নিয়ে মুখ খুলবেনই। তাহলে রিয়ার সম্পর্কে এখন যা শোনা যাচ্ছে তা তখন অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। তবে সত্যিই রিয়া বিগ বস হাউজে যাচ্ছেন কিনা তা এখনও জানা যায়নি।
৩ অক্টোবর হয়েছে এই রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার। এই প্রিমিয়ারের আগে শোনা গিয়েছিল ‘বিগ বস ১৪’-এর টেলিকাস্ট হওয়ার সময়টি আধ ঘণ্টা হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত এই গুজবের নিষ্পত্তি ঘটে। নির্মাতারা নিশ্চিত করেন যে শোটি কেবল মাত্র ১ ঘণ্টা সম্প্রচারিত হবে। তাদের একটি অফিসিয়াল বিবৃতিতে লেখা ছিল, “‘বিগ বস’-এর ৩০ মিনিটের সম্প্রচারের সময় খবরটি অসত্য। শোটি সোমবার থেকে শুক্রবার রাত সাড়ে দশটায় এবং শনি ও রবিবার সকাল ৯ টায় স্বাভাবিকভাবে ১ ঘণ্টার সময়কালে প্রচারিত হবে। ৩ অক্টোবর থেকে শুরু হয় ‘বিগ বস ১৪’।”
বুধবার শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে রিয়া চক্রবর্তীকে। ১ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। তবে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে রিয়াকে। অভিনেত্রীকে জানানো হয়েছে তাঁকে রোজ এজলাসে হাজিরা দিতে হবে। যদি কোনও কারণে তিনি অনুপস্থিত থাকেন তবে তার উপযুক্ত কারণ জানাতে হবে। তদন্তকারী সংস্থার কাছে পাসপোর্ট জমা রাখতে হবে রিয়াকে। কোনওভাবেই তিনি দেশের বাইরে যেতে পারবেন না। যদি কোনও কারণে তাঁকে দেশের বাইরে যেতে হয়, তবে গ্রেটার মুম্বইয়ের NDPS আদালতের বিশেষ বিচারপতির অনুমতি লাগবে। এমনকী তাঁকে গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে হলেও তদন্তকারী অফিসারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে উপযুক্ত কারণ দর্শাতে হবে রিয়াকে। বুধবার থেকে ১০ দিন পর্যন্ত তাঁকে প্রতিদিন নিকটবর্তীর থানায় হাজিরা দিতে হবে। এরপর থেকে ছ’মাস পর্যন্ত প্রতিমাসের প্রথম সোমবার তদন্তকারী সংস্থার অফিসে উপস্থিত হতে হবে।