কলকাতা: সংকট এখনও কাটেনি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়েছে। স্বাস্থ্য এখনও তাঁর ভাল নয়। জ্বর রয়েছে ১০২-এর মতো। ফলে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে অভিনেতাকে। এও জানা গিয়েছে তাঁর শরীরে পটাশিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়ামের ব্যালেন্স থাকছে না। এছাড়া মানসিক অস্থিরতাও বাড়ছে তাঁর। মঙ্গলবার তাঁর ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি সহ কয়েকটি রক্তপরীক্ষা করানোর কথা।
গত শনিবার থেকেই অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়। জ্বর আসে তাঁর। হালকা করোনা উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয় তাঁর। সোমবার পরীক্ষার রিপোর্ট আসে। তখনই জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা। মঙ্গলবার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা ধরা পড়ে। মিন্টো পার্ক এলাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বয়সের কারণে ও অন্যান্য অসুস্থতার কারণে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়। তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ১৬ জন চিকিৎসক তাঁকে দেখছেন।
আরও পড়ুন: বিরাটের আছে আত্মসমর্পণ! ম্যাচ হেরে দুশ্চিন্তা বাড়াল কেকেআর
করোনার পাশাপাশি আরও সমস্যা দেখা দিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। স্নায়ুর সমস্যা শুরু হয়েছে তাঁর। এখন তাঁর স্নায়ুর চিকিৎসা জরুরি। এছাড়া তাঁর পরিস্থিতি এমন যে ফুসফুসকে সচল রাখার জন্যও সব চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। এছাড়া ক্যানসারও এই মুহূর্তে ক্রমশ শরীরে ছড়িয়ে পড়ছে। মস্তিষ্কে এবং ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। তবে দ্বিতীয় প্লাজমা থেরাপির পর তিনি কিছুটা হলেও স্থিতিশীল হয়েছিলেন। কিন্তু সোমবার রাতে ফের সমস্যা শুরু হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেতার শারীরিক অবস্থার মাঝেমধ্যেই অবনতি হচ্ছে। জ্বর আসছে তাঁর। সোমবারই তাঁর এমআরআই এবং সুষুম্নারসের পরীক্ষা করা হয়। অভিনেতার অক্সিজেনের অভাব হচ্ছে। তাই সেদিকেও নজর রাখতে হচ্ছে। তবে এখন আর তাঁকে আর প্লাজমা দেওয়া হবে না বলে হাসপাতাল সূত্রে খবর।