করোনায় আক্রান্ত ‘সারেগামাপা’র চার বিচারক, উদ্বেগ টলিপাড়ায়

কলকাতা: ফের করোনার থাবা টলিপাড়ায়। করোনা হানা দিয়েছে রিয়ালিটি শো 'সারেগামাপা'র অন্দরমহলে। একসঙ্গে শোয়ের চার বিচারক আক্রান্ত হয়েছেন করোনায়। তাঁরা হলেন, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং ও আকৃতি কক্কর। বাকি দুই বিচারক ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়েরও শারীরিক পরিস্থিতি ভাল নয়। শোনা যাচ্ছে তাঁদেরও নাকি হালকা জ্বর এসেছে। তবে বিচারক জয় সরকার এবং শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ে শরীরে থাবা বসায়নি করোনা। তাঁরা এখনও সুস্থ রয়েছেন।

কলকাতা: ফের করোনার থাবা টলিপাড়ায়। করোনা হানা দিয়েছে রিয়ালিটি শো ‘সারেগামাপা’র অন্দরমহলে। একসঙ্গে শোয়ের চার বিচারক আক্রান্ত হয়েছেন করোনায়। তাঁরা হলেন, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং ও আকৃতি কক্কর। বাকি দুই বিচারক ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়েরও শারীরিক পরিস্থিতি ভাল নয়। শোনা যাচ্ছে তাঁদেরও নাকি হালকা জ্বর এসেছে। তবে বিচারক জয় সরকার এবং শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ে শরীরে থাবা বসায়নি করোনা। তাঁরা এখনও সুস্থ রয়েছেন।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মনোময় ভট্টাচার্যের করোনা উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে কাজ করছেন। তবে শ্রীকান্ত আচার্যের কোনও করোনা উপসর্গ ছিল না। তবে অবসন্ন বোধ করছিলেন তিনি। সেই কারণে ঝুঁকি না নিয়ে পরীক্ষা করান। তখনই ধরা পড়ে তাঁর শরীরেও বাসা বেঁধেছে করোনা। তার পর থেকে হোম আইসোলেশনে রয়েছেন তিনিও। এছাড়া মিকা সিং ও আকৃতি কক্করেরও করোনা হয়েছে বলে খবর। মুম্বই থেকে আসার পর তাঁরা নিয়ম মেনে ১৪ দিন আইসোলেশনে ছিলেন। তারপর শোয়ের শুটিং শুরু করেন। এখন শোনা যাচ্ছে তাঁদেরও করোনা উপসর্গ দেখা দিয়েছে। কোয়ারেন্টাইনে থেকে তাঁদের চিকিৎসা চলছে। এছাড়া ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়েরও হালকা জ্বর হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বিচারক জয় সরকারের শরীরে থাবা বসায়নি করোনা। তিনি সুস্থই রয়েছেন। এছাড়া সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ও সুস্থ। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

কিছুদিন আগে শোয়ের অন্যতম বিচারক ইমন চক্রবর্তী এনগেজমেন্ট করেন। সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে বাগদান সারলেন ইমন। একটি সংবাদমাধ্যমকে গায়িকা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি কাটলে তবেই সামাজিক বিয়ে সারবেন তাঁরা। ততদিন একসঙ্গে থাকার কোনও প্রশ্নও ওঠে না। আর এরই মধ্যে তার হালকা জ্বর এল। গায়িকার করোনা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কোনও খবর জানা যায়নি। জানা গিয়েছে নীলাঞ্জন ও ইমন, দু’জনে নাকি তাড়াতাড়ি সম্পর্ককে পরিণতি দিতে চাইছিলেন। কিন্তু করোনার কারণে পরিকল্পনা বাধা পায়। তাই বাগদান পর্ব সেরে রাখলেন ইমন। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই নাকি বিয়ে করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + three =