ডায়ালিসিসে সৌমিত্র, মনেপ্রাণে চেষ্টা করছেন চিকিৎসায় সাড়া দেওয়ার

কলকাতা: সংকট এখনও কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বরং সংকট আরও বেড়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। বুধবার তাই চিকিৎসকরা প্রবীণ বাঙালি অভিনেতাকে প্রথম দফায় ডায়ালিসিস দেন। বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে অচেতন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর স্নায়ুর সমস্যাই ভাবাচ্ছে চিকিৎসকদের।

45febf7d9552b631bc82daee88da789f

কলকাতা: সংকট এখনও কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বরং সংকট আরও বেড়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। বুধবার তাই চিকিৎসকরা প্রবীণ বাঙালি অভিনেতাকে প্রথম দফায় ডায়ালিসিস দেন। বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে অচেতন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর স্নায়ুর সমস্যাই ভাবাচ্ছে চিকিৎসকদের।

হাসপাতালের একজন চিকিৎসক জানান, সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রথমবার ডায়ালিসিস দেওয়ার প্রক্রিয়া সফল হয়েছে। তাঁর রক্তচাপের ওঠানামার করেনি। ডায়ালিসিস তাঁর রেনাল সংক্রান্ত কার্যকারিতা স্বাভাবিক করেছে। তবে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক রয়েই গিয়েছে। অভিনেতার চিকিত্সকরা বলেন যে তাঁর চেতনা এখনও সম্পূর্ণ আসছে না। তবে তাঁর নতুন করে জ্বর আসেনি। প্রবীণ এই অভিনেতা নিউমোনিয়ায়ও ভুগছেন। চিকিৎসকরা এও জানিয়েছেন যে তাঁর ফুসফুসের কাজ কিছুটা হলেও স্থিতিশীল।

বুধবার, হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, “আমরা গৌণ সংক্রমণের মোকাবেলা করছি। পরিস্থিতি অনুসারে আমরা সব ধরণের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ দিয়েছি। আশা করছি যে তিনি এবার চিকিৎসায় সাড়া দেবেন। তাঁর কিডনি ঠিকভাবে কাজ শুরু করবে।” চিকিৎসক গণমাধ্যমকে এও জানিয়েছিলেন যে যেহেতু সৌমিত্র চট্টোপাধ্যায়ের গৌণ নিউমোনিয়া ছিল, তাই চিকিৎসা নিয়ে তাঁদের চিন্তা করতে হচ্ছে। মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁর এয়ারওয়েটিকে এন্ডোট্রাকিয়াল ইনটুয়েশন এবং ভেন্টিলেশন নজরে রেখেছেন। তবে তাঁর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। হিমোগ্লোবিন ও রক্তের অন্যান্য উপাদান আপাতত স্থিতিশীল। তবে রেনাল ফাংশানের উন্নতির প্রয়োজন। তাই ২ থেকে ৩টি পর্বে ডায়ালিসিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ইউরিয়ায় ক্রিয়েটিনিনের পরিমাণ কম থাকবে। যার ফলে আচ্ছন্নভাব কমতে পারে। এখন তাঁর মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা বা গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯ থেকে ১০-এর মধ্যে রয়েছে। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৪০ থেকে ৫০ শতাংশ। অভিনেতাকে এখন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *