করোনা বিধি না মানার অভিযোগ আমিরের বিরুদ্ধে, থানায় গেলেন বিজেপি বিধায়ক

মুম্বই: ফের বিতর্কে জড়ালেন অভিনেতা আমির খান। মাস খানেক আগে তুরস্কে গিয়ে দেশের ফার্স্ট লেডির সঙ্গে আলোচনার কারণে তীব্রভাবে সমালোচিত হয়েছিলেন তিনি। এবার করোনার স্বাস্থ্য বিধি না মেনে শুটিং করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে আমির খান নাকি শুটিং সেটে মাস্ক পরছেন না। শুধু তাই নয়। আমির খান অনুরাগীদের সঙ্গে দেখা করার সময় সামাজিক দূরত্ব মানছেন না বলে অভিযোগ। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। মহামারী আইনে আমিরের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন তিনি।

মুম্বই: ফের বিতর্কে জড়ালেন অভিনেতা আমির খান। মাস খানেক আগে তুরস্কে গিয়ে দেশের ফার্স্ট লেডির সঙ্গে আলোচনার কারণে তীব্রভাবে সমালোচিত হয়েছিলেন তিনি। এবার করোনার স্বাস্থ্য বিধি না মেনে শুটিং করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে আমির খান নাকি শুটিং সেটে মাস্ক পরছেন না। শুধু তাই নয়। আমির খান অনুরাগীদের সঙ্গে দেখা করার সময় সামাজিক দূরত্ব মানছেন না বলে অভিযোগ। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। মহামারী আইনে আমিরের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন তিনি।

বর্তমানে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ে ব্যস্ত আমির। ছবির জন্য কিছুদিন আগে গাজিয়াবাদের লোনিতে শুটিং করতে গিয়েছিলেন তিনি। তাঁর মতো সেলেব আসবেন আর অনুরাগীদের ভিড় হবে না, তাও কি হয়? স্বাভাবিকভাবেই আমিরকে দেখতে উপচে পড়েছিল ভিড়। অনুরাগীদের নিরাশ করেননি আমিরও। অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এর পরই অভিনেতার বিরুদ্ধে উঠছে অভিযোগ। অভিযোগ উঠেছে, করোনা নিয়ে স্বাস্থ্য বিধি নাকি মানেননি অভিনেতা। স্থানীয় বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর অভিযোগ করেছেন, অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করার সময়ে আমির মাস্ক পরেননি। এমনকী সামাজিক দূরত্বও বজায় রাখেননি তিনি। তাঁর মতে আমিরের বিরুদ্ধে মহামারী আইনে মামলা হওয়া উচিত।

আমিরের বিরুদ্ধে এই অভিযোগের পর নেটিজেনদের একাংশও মিস্টির পারফেকশনিস্টকে একহাত নেন। তাঁদের বক্তব্য, দেশ যখন করোনার সঙ্গে যুজছে তখন অভিনেতার এমন কার্যকলাপ মেনে নেওয়া যায় না। তিনি সেলিব্রিটি। যুবসমাজের আইকন। তাই আমিরের আরও সচেতন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু সে সব তো দূরের কথা। ন্যূনতম বিধিও মানেননি তিনি। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রচুর। আমির কেন এ সব মাথায় রাখেননি তা নিয়ে উঠছে প্রশ্ন। আনলক পর্বে তুরস্কে গিয়ে রেইকি করার সময় ফার্স্ট লেডির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ বিতর্ক তৈরি করেছিল। সুশান্তের মৃত্যুর পর অন্য অনেক বড় বড় সেলিব্রিটির মতো আমিরও চুপ থাকায় নিন্দায় সরব হয়েছিলেন নেটিজেনরা। এবার ফের বিতর্কে জড়ালেন আমির।

প্রসঙ্গত, হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ অনুসরণে তৈরি হয়েছে ‘লাল সিং চাড্ডা’। ছবিতে এক সর্দারজির ভূমিকায় আমির খানকে অভিনয় করতে দেখা যাবে। তার একটি পোস্টারও প্রকাশ পেয়েছে। আমিরের বিপরীতে অভিনয় করবেন করিনা কাপুর খান। বর্তমানে তিনি গর্ভবতী। করিনা ও সইফ দ্বিতীয় সন্তানকে অভ্যর্থনা জানাতে তৈরি হচ্ছেন। অস্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিং করেছেন করিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =