ভারতের মুকুটে নতুন পালক, এমি অ্যাওয়ার্ড পেল ‘দিল্লি ক্রাইম’

মুম্বই: নেটফ্লিক্স শো দিল্লি ক্রাইম, এই বছর ৪৮তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে জিতেছে। এটি জার্মানির 'চারিটি ২ সিজন ২', যুক্তরাজ্যের 'ক্রিমিনাল ইউকে' এবং আর্জেন্টিনার 'এল জার্দন দে ​​ব্রোনস (দ্য ব্রোঞ্জ গার্ডেন) সিজন ২' এর সঙ্গে প্রতিযোগিতায় ছিল। সবগুলোকে হারিয়ে সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে 'দিল্লি ক্রাইম'।

মুম্বই: নেটফ্লিক্স শো দিল্লি ক্রাইম, এই বছর ৪৮তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে জিতেছে। এটি জার্মানির ‘চারিটি ২ সিজন ২’, যুক্তরাজ্যের ‘ক্রিমিনাল ইউকে’ এবং আর্জেন্টিনার ‘এল জার্দন দে ​​ব্রোনস (দ্য ব্রোঞ্জ গার্ডেন) সিজন ২’ এর সঙ্গে প্রতিযোগিতায় ছিল। সবগুলোকে হারিয়ে সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে ‘দিল্লি ক্রাইম’।

অন্যদিকে, অন্য একটি ভারতীয় শো, অ্যামাজন প্রাইম ভিডিওটির ‘ফোর মোর শটস প্লিজ’ সেরা কমেডি সিরিজের জন্য মনোনীত হয়েছিল। কিন্তু সেটি হেরে গিয়েছে। ‘মেড ইন হেভেন’-এর অর্জুন মাথুর একই অ্যামাজন অরিজিনালের জন্য সেরা অভিনেতার পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে তিনিও কঠোর প্রতিযোগীদের বিরুদ্ধে হেরে গিয়েছেন। ‘দিল্লি ক্রাইম’-এর বড় জয়ের সংবাদ শেয়ার করে আদিল হুসেন টুইট করেছেন, “দিল্লি ক্রাইম এমির সেরা ড্রামার জন্য আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে। অভিনন্দন রিচি মেহেতা, অতুলনীয় শেফালি শাহ, প্রিয় রাজেশ তাইলং এবং পুরো টিমকে অনেক অনেক অভিনন্দন।”

রিচি মেহতা পরিচালিত নেটফ্লিক্সের দিল্লি ক্রাইম ২০১২ সালের ভয়াবহ দিল্লির গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ধর্ষকদের নিয়ে তৈরি। শেফালি শাহকে এই সিরিজে পুলিশ কমিশনারের ভূমিকায় দেখা যাবে। ২০১৯ সালে এই ওয়েব সিরিজটি মুক্তি পায়। শোটি দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিল। যদিও এটি দেখার পক্ষে একটি খুব কঠিন অনুষ্ঠান। ৭টি পার্টের এই ওয়েব সিরিজটি আইএমডিবিতে ৮.৫ রেটিং পেয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড করোনা ভাইরাস মহামারীর কারণে কার্যত ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। কোনও রেড কার্পেট বা মঞ্চ দর্শকের উপস্থিতি ছিল না। জনপ্রিয় অভিনেতা রিচার্ড কিন্ড নিউ ইয়র্ক সিটির একটি খালি থিয়েটার থেকে ইভেন্টটি সরাসরি হোস্ট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 13 =