কলকাতায় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

কলকাতা: অভিনেত্রীর রহস্যমৃত্যু কলকাতায়। শুক্রবার যোধপুর পার্কের লেক থানা এলাকায় অভিনেত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হয়। ঘরের মেঝেতে ছিল রক্ত। অভিনেত্রীর নাম আরিয়া বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: অভিনেত্রীর রহস্যমৃত্যু কলকাতায়। শুক্রবার যোধপুর পার্কের লেক থানা এলাকায় অভিনেত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হয়। ঘরের মেঝেতে ছিল রক্ত। অভিনেত্রীর নাম আরিয়া বন্দ্যোপাধ্যায়।

৩৪৬ যোধপুর পার্ক লেক থানা এলাকার বাড়ির ৩ তলায় থাকতেন আরিয়া বন্দ্যোপাধ্যায়। বয়স ছিল ৩৫ বছর। বুধবার সকালে বাড়ির মধ্যে থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। বাড়ির পরিচারিকা সকালে কাজ করতে এসে কলিং বেল বাজান। কিন্তু সাড়া পাননি তিনি। এরপর তিনি আরিয়াকে ফোন করেন। কিন্তু ফোন সুইচ অফ ছিল। তারপরই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে লেক থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দরজা ভতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে দেখা যায় ঘরের মেঝেয় পড়ে রয়েছেন আরিয়া। রক্তাক্ত অবস্থায় পাওয়ায় যায় তাঁকে। তাঁর দেহের চারপাশের মেঝেতেও রক্ত ছিল।

ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে হোমিসাইড শাখার গোয়েন্দা ও লেক থানার পুলিশ। সি ডি ভ্যানও গিয়েছে ঘটনাস্থলে। এখনও আরিয়ার বাড়িকে তদন্ত চালাচ্ছে পুলিশ। পারিপার্শিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। তবে সূ্ত্রের খবর, অভিনেত্রীর শরীরে কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন নেই। অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলে তবেই মৃত্যু কারণ সম্পর্কে জানা যাবে। এখনও গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়নি। তবে লেক থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

আরিয়ার প্রতিবেশীরা জানিয়েছেন, শেষ কিছু বছর জীবন ছন্নছাড়া ছিল আরিয়ার। প্রতিবেশীদের সঙ্গে ব্যবহারও খারাপ হয়ে গিয়েছিল। তেমন কোনও বন্ধুবান্ধবও আসত না তাঁর বাড়িতে। কারোর সঙ্গে তেমন কথাবার্তাও বলতেন না আরিয়া। তবে তাঁর মৃত্যুর খবর খুব শকিং। কিন্তু আনএক্সপেক্টেড নয়। এমনই মত প্রতিবেশীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =