‘মেয়ে কথাই বলছে না’, রানি এলিজাবেথের কাছে কাতর আর্জি বাবার

লন্ডন: সামনেই বড়দিন। বিশ্বের বহু দেশে এই উৎসবের মরশুমে পরিবারের সদস্যরা একে অপরকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানান। সেটাই প্রচলিত রীতি। কিন্তু এখনও পর্যন্ত মেয়ে তথা রাজপরিবারের পুত্রবধূ মেগান মার্কেলের থেকে এমন কোনও শুভেচ্ছাবার্তা পাননি বাবা টমাস মার্কেল। বিষয়টি নিয়ে কিঞ্চিত ব্যথিত টমাস বলেন, ‘উৎসবের মরশুমে রাজপরিবার থেকে সাধারণ মানুষ, সকলেই চান পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত

‘মেয়ে কথাই বলছে না’, রানি এলিজাবেথের কাছে কাতর আর্জি বাবার

লন্ডন: সামনেই বড়দিন। বিশ্বের বহু দেশে এই উৎসবের মরশুমে পরিবারের সদস্যরা একে অপরকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানান। সেটাই প্রচলিত রীতি। কিন্তু এখনও পর্যন্ত মেয়ে তথা রাজপরিবারের পুত্রবধূ মেগান মার্কেলের থেকে এমন কোনও শুভেচ্ছাবার্তা পাননি বাবা টমাস মার্কেল। বিষয়টি নিয়ে কিঞ্চিত ব্যথিত টমাস বলেন, ‘উৎসবের মরশুমে রাজপরিবার থেকে সাধারণ মানুষ, সকলেই চান পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হতে। সময় কাটাতে।’ বড়দিনের এখনও কিছুটা বাকি রয়েছে। এর মধ্যে মেয়ের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক কেটে যাবে বলে আশাবাদী টমাস মার্কেল।

অশান্তির শুরুটা হয়েছিল চলতি বছরের মে মাস নাগাদ। হার্ট সার্জারির জন্য যুবরাজ হ্যারির সঙ্গে মেয়ে মেগান মার্কেলের বিয়েতে যোগ দিতে পারেননি টমাস মার্কেল। মা সহ অন্য আত্মীয়দের উপস্থিতিতে ব্রিটেনের উইন্ডসর প্রাসাদে এক ঝাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজপরিবারের সঙ্গে প্রাক্তন এই মার্কিন অভিনেত্রীর জীবন একতারে বাঁধা পড়ে। কিন্তু জীবনের ওই বিশেষ দিনে বাবাকে পাশে না পাওয়াটা ভুলতে পারেননি মেগান। সেই থেকেই তিক্ততার শুরু। এরপর থেকে সময় যত গড়িয়েছে, অবনতি হয়েছে সম্পর্কের। একসময়ে বাবার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন ডাচেস অব সাসেক্স। মোবাইলের ইনবক্সে টমাস মার্কেলের একের পর এক মেসেজ জমা হলেও কোনওটিরই প্রত্যুত্তর দেননি মেগান। মাসের পর মাস মেয়ের তরফে কোনও জবাব না পেয়ে শেষ পর্যন্ত মেয়ের দিদিশাশুড়ি রানি এলিজাবেথের দ্বারস্থ হলেন টমাস। মেয়ের সঙ্গে সম্পর্কের জটিলতা কাটানোর জন্য রানিকে উদ্যোগী হতে অনুরোধ জানালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন টমাস মার্কেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =