“আমাদের নতুন বাড়ি”, ছবি পোস্ট করে কি শীঘ্রই বিয়ে করার ইঙ্গিত দিলেন অঙ্কুশ?

কলকাতা: নতুন গাড়ির পর নতুন বাড়ি। ডিসেম্বরে গাড়ি কিনেছিলেন অঙ্কুশ। প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন তিনি। এবার নতুন বাড়ি কেনার কথাও ঘোষণা করলেন তিনি। সম্প্রতি সেই কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অঙ্কুশ। বাড়ির ছবিও শেয়ার করেছেন তিনি।

 

কলকাতা: নতুন গাড়ির পর নতুন বাড়ি। ডিসেম্বরে গাড়ি কিনেছিলেন অঙ্কুশ। প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন তিনি। এবার নতুন বাড়ি কেনার কথাও ঘোষণা করলেন তিনি। সম্প্রতি সেই কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অঙ্কুশ। বাড়ির ছবিও শেয়ার করেছেন তিনি।
অঙ্কুশের এই ছবিটি তুলে দিয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা। ক্যাপশনে তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন অঙ্কুশ। লিখেছেন, “আমাদের নতুন বাড়িতে প্রবেশ করছি.. নতুন অভিজ্ঞতা.. নতুন অনুভূতি.. আর অবশ্যই নতুন জীবন।”
ছবিতে দেখা গিয়েছে জুস হাতে পোজ দিয়েছেন অঙ্কুশ। বাড়িতে রয়েছে রুফটপ সুইমিং পুল। তার সামনে বসেই পোজ দিয়েছেন অভিনেতা। তাঁর ছবিটি প্রকাশ পাওয়ার পর অনেকেই সেখানে মন্তব্য করতে শুরু করেছেন এলাকাটি সাউথ সিটি রেসিডেন্সের। কেউ আবার বলছেন, মুকুন্দপুরের কাছে কোনও অভিজাত আবাসনে রয়েছে ফ্ল্যাটটি। তবে অনুরাগীদের পাশাপাশি অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে নতুন বাড়ির জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় বন্ধু বিক্রম। এছাড়া পরিচালক বাবা যাদব ও অভিনেত্রী মিমি চক্রবর্তীও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। শোনা যাচ্ছে আগামী বছরে গোড়াতেই অঙ্কুশ ও ঐন্দ্রিলা বিয়ে সেরে ফেলবেন।

কিছুদিন আগে বিয়ে করেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা। তখনই তাঁদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন অঙ্কুশ।

সম্প্রতি টলিউডে বিয়ের মরশুম চলছে। অনির্বাণ ও মধুরিমা বিয়ে করার পর গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারও বিয়ে করেন। বিয়ের সমস্ত নিয়ম মেনেই এই দুই তারকার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে বৈদিক মতে বিয়ে করেছেন গৌরব ও দেবলীনা। কন্যা সম্প্রদান ছাড়াই সম্পন্ন হয়েছে বিয়ে। এরপর রয়েছে আরও এক সেলেব দম্পতির সাত পাকে বাঁধা পড়ের অনুষ্ঠান। পরের বছর টেলিভিশন অভিনেতা নীল ও তৃণার বিয়ে হবে বলে খবর।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 5 =