দর্জির ভূমিকায় সোনু সুদ, ভিডিও প্রকাশ পেতেই নেটদুনিয়ায় আলোচনার বন্যা

মুম্বই: লকডাউনের সময় থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ান সোনু সুদ। এবার যেন আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রচুর প্রশংসা পান। এবার তাঁরর এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। ছবিতে দেখা গিয়েছে সেলাই মেশিন নিয়ে সেলাই করছেন সোনু সুদ।

মুম্বই: লকডাউনের সময় থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ান সোনু সুদ। এবার যেন আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রচুর প্রশংসা পান। এবার তাঁরর এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। ছবিতে দেখা গিয়েছে সেলাই মেশিন নিয়ে সেলাই করছেন সোনু সুদ।
 

সোনু সুদ সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সোনু সুদ টেলর শপ’। তারপরই তিনি লিখেছেন, “এখানে বিনামূল্যে সেলাই করা হয়। কিন্তু প্যান্টের জায়গায় নিকার যদি হয়ে যায় তবে আমার কোনও গ্যারান্টি নেই।” ভিডিওয় সোনুকে নিজের হাতে সেলাই মেশিন চালাতে দেখা গিয়েছে। আজ দুপুরে ওই ভিডিওটি পোস্ট করেন সোনু। তা ভাইরাল হতে দেরি হয়নি। অনেকেই সোনুর প্রশংসা করেছেন। অনেকে আবার এমন কাণ্ডকারখানায় বেশ মজাও পেয়েছেন। অনেক মজাদার কমেন্টও করেছেন তাঁরা।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই সোনু সুদের মহান কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছে রাষ্ট্রসংঘ। তাঁকে রাষ্ট্রসংঘের শাখা সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের তরফে পুরস্কৃতও করা হয়েছে। এসডিজি(সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল) স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তিনি তাঁর অনেক সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। শোনা গিয়েছে, জুহুর শিব সাগর এলাকার CGHS-এর গ্রাউন্ড ফ্লোরে ছ’টি ফ্লোর কিনেছিলেন সোনু সুদ। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে দু’টি দোকানেরও মালিকানা রয়েছে সোনুর হাতে। এসবই বন্ধক রয়েছেন তিনি। শুধু নিজের সম্পত্তি নয়। নিজের স্ত্রীর একাধিক সম্পত্তিও বন্ধক রেখেছেন তিনি। ইসকন মন্দিরের কাছে এবি নায়ার রোডে কিছু সম্পত্তি রয়েছে সোনু সুদ ও তাঁর স্ত্রী সোনালির। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে সেগুলিও বন্ধক রাখেন সোনু। এসব বন্ধক রেখে অভিনেতা পান ১০ কোটি টাকা। সেটি তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য কাজে লাগান। ঋণের এই টাকার জন্য ২৪ নভেম্বর ৫ লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেন সোনু। গোটা ঘটনাটাই গোপন রাখতে চেয়েছিলেন সোনু সুদ। কিন্তু রেজিস্ট্রেশনের সময় এই খবর প্রকাশ্যে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =