সিরিয়া থেকে সেনা তুলে নিচ্ছে আমেরিকা। তবে কবে নাগাদ সেনা তুলে নেওয়া শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের পরাজিত করা হয়েছে। সেজন্যই এইন সিদ্ধান্ত। উত্তর–পূর্বাঞ্চলকে আইএসমুক্ত করতে প্রায় দুই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। তবে এখনও সেখানে কিছু জঙ্গি সেকানে লুকিয়ে আছে। এর আগে গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘খুব শিগগির সিরিয়া থেকে মার্কিন সেনা তুলে নেওয়া হবে।’ তবে সেসময়ও তিনি সময়সীমা সুনির্দিষ্ট করেননি। আইএস জঙ্গি ও সন্ত্রাবাদী নির্মূল করার লক্ষ্যে সিরিয়ায় কুর্দি ও আরবযোদ্ধাদের হয়ে কয়েক বছর ধরেই মার্কিন সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আসছে।
অবশেষে সিরিয়া থেকে সেনা তুলছে আমেরিকা
সিরিয়া থেকে সেনা তুলে নিচ্ছে আমেরিকা। তবে কবে নাগাদ সেনা তুলে নেওয়া শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের পরাজিত করা হয়েছে। সেজন্যই এইন সিদ্ধান্ত। উত্তর–পূর্বাঞ্চলকে আইএসমুক্ত করতে প্রায় দুই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। তবে এখনও সেখানে কিছু জঙ্গি সেকানে লুকিয়ে