দিনের পর দিন বানিয়ে খবর লিখে পুরস্কৃত জার্মান সাংবাদিক

দিনের পর দিন বানিয়ে খবর লিখে গিয়েছে এক বহু পুরস্কৃত জার্মান সাংবাদিক। এই কথা জানিয়েছে যে নামী পত্রিকায় তিনি কাজ করেন সেই ডের স্পিগেল। ওই পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশিত তাঁর ৬০টি প্রতিবেদনের মধ্যে ১৪টিই বানানো খবর। সাংবাদিকটির নাম ক্লাস রেলোসিয়াস। এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরই পদত্যাগ করেছে ৩৩ বছরের ক্লাস। গত সাতবছর ধরে

দিনের পর দিন বানিয়ে খবর লিখে পুরস্কৃত জার্মান সাংবাদিক

দিনের পর দিন বানিয়ে খবর লিখে গিয়েছে এক বহু পুরস্কৃত জার্মান সাংবাদিক। এই কথা জানিয়েছে যে নামী পত্রিকায় তিনি কাজ করেন সেই ডের স্পিগেল। ওই পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশিত তাঁর ৬০টি প্রতিবেদনের মধ্যে ১৪টিই বানানো খবর। সাংবাদিকটির নাম ক্লাস রেলোসিয়াস। এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরই পদত্যাগ করেছে ৩৩ বছরের ক্লাস। গত সাতবছর ধরে সে কাজ করেছে সেখানে। অন্তর্তদন্তমূলক রিপোর্টিংয়ের জন্য একাধিক পুরস্কারও পেয়েছে সে। ২০১৪ সালে পেয়েছে সিএনএনের বছরের সেরা সাংবাদিক পুরস্কারও। সিরিয়ার এক বালককে নিয়ে লেখা তাঁর রিপোর্টের জন্য সে এবছর সেরা জার্মান সাংবিদক হিসেবে মনোনীত হয়েছে। তারই এর সহকর্মী প্রশ্ন তোলায় এই কেলেঙ্কারি ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 5 =