‘লাভ ইউ জিন্দেগি’র সুরে জীবনের আশা জাগানো তরুণীর মৃত্যু, শোকাহত সোনু

‘লাভ ইউ জিন্দেগি’র সুরে জীবনের আশা জাগানো তরুণীর মৃত্যু, শোকাহত সোনু

মুম্বই: করোনার সামনে তুচ্ছ হয়েছে মানুষের জীবন৷ আজ যে আছে, কাল সে নেই৷ কিছুদিন আগেই কোভিড আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর ৩০ এর এক তরুণী৷ আইসিইউ বেডে বসে ‘লাভ ইউ জিন্দেগি’ গানের সঙ্গে নতুন করে যেন বেঁচে থাকার বার্তা দিয়েছিলেন তিনি৷ তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েছিল গোটা দেশ৷ কিন্তু কোভিডের কছে হার মানল সেই সাহসিনীর জীবন৷ ড. মনিকা লাঙ্গে যিনি ওই তরুণীর প্রণোচ্ছ্বল ভিডিয়োটি প্রকাশ করেছিলেন, তিনিই সোশ্যাল মিডিয়ায় এই দুঃখের খবরটি প্রকাশ করেন৷ 

আরও পড়ুন- নেট দুনিয়াতেই ভক্তদের ‘ঈদ মুবারক’ বলিউডি সেলেবদের

ড. মনিকা লাঙ্গে জানান বৃহস্পতিবার ওই রোগীর মৃত্যু হয়েছে৷ তাঁর পরিবার ও সন্তানের জন্যে প্রার্থনা করার আর্জিও জানান তিনি৷ এই খবর শুনে শোকাহত অসহায়ের ‘মাসিহা’ সোনু সুদ৷ তিনি টুইট করে বলেন, ‘‘খুব খুব দুঃখজনক৷ উনি হয়তো কোনও দিন ভাবতেও পারেননি যে পরিবারের সঙ্গে আর কখনও দেখা হবে না তাঁর৷ এটা জীবনের অবিচার৷ বহু জীবন যাঁদের বাঁচার কথা ছিল, তাঁরা অকালে ঝরে পড়ছে৷ আমাদের জীবন যতই স্বাভাবিক হয়ে উঠুক, আমরা কখনও এই পর্যায়টাকে ভুলতে পারব না৷’’ এই তরুণীর মৃত্যুতে শোকের ছায়া নাগরিকদের মনেও৷ এক ইউজার লেখছেন, ‘‘ওই ভিডিয়োটি দেখার পর মনে হয়েছিল তিনি মারণ ভাইরাসকে হার মানাবে৷ উনি খুবই পজেটিভ ছিলেন৷ কিন্তু ভগবান সদয় ছিলেন না৷ এই খবরে আমরা বিপর্যস্ত৷ ওঁনার পরিবারকে সমবেদনা জানাই৷’’

 

 

এদিকে করোনা বিরোধী লড়াইয়ে সারা দেশ ঝাঁপিয়ে পড়েছে৷ আর এই দুঃসময়ে মানুষের ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ৷ জানা গিয়েছে, মানুষের জীবন বাঁচাতে নিজের কিছু সম্পত্তিও বন্দক রাখছেন সোনু৷ আবার কখনও বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনছেন৷ তিনি যে ভাবে মানুষের কাজ করে চলেছেন, তাতে আগামী দিনে তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই৷        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + fourteen =