কোভিড মুক্তির পর সেরিব্রাল অ্যাটাক, প্রয়াত অরিজিৎ সিংহের মা

কোভিড মুক্তির পর সেরিব্রাল অ্যাটাক, প্রয়াত অরিজিৎ সিংহের মা

কলকাতা: শেষ রক্ষা হয়েও যেন হল না। করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেয়েছিলেন তিনি কিন্তু তারপরেই সেরিব্রাল অ্যাটাক। প্রয়াত দেশের অন্যতম জনপ্রিয় এবং সেরা গায়ক অরিজিৎ সিংহের মা। গতকাল রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। চলতি মাসের শুরুর দিকে অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন তিনি।

করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার পর অরিজিতের মায়ের দরকার ছিল রক্তের। সেই সময় সাধারণ মানুষ এবং খ্যাতনামা ব্যক্তিদের সহায়তায় রক্তের ব্যবস্থা হয়েছিল। সেই নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে ছিলেন গায়ক। করোনা ভাইরাস সংক্রমণ থেকে মা সুস্থ হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে সেরিব্রাল অ্যাটাক থেকে আর রক্ষা পেলেন না তিনি। ঠিক তিন দিন আগে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেয়েছিলেন অরিজিৎ সিংয়ের মা। আজ মৃত্যু হল তাঁর। ভোর ৫টায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাঁর মরদেহ। 

এর আগে মায়ের শারীরিক অসুস্থতার সময় শহরে ছিলেন না অরিজিত। কিন্তু তখন তাঁকে যারা সাহায্য করেছিলেন তাঁদের উদ্দেশে ফেসবুকে বার্তা দেন গায়ক। লেখেন,  ‘আমার বিনীত অনুরোধ, এই সময়ে যাঁরা আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন, দয়া করে আমার নাম দেখে অতিরিক্ত কিছু করার চেষ্টা করবেন না। আমরা প্রত্যেককে সমানভাবে সম্মান করতে না পারলে, এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারব না। যাঁরা আমাকে সাহায্য করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। সব মানুষই সমান গুরুত্বপূর্ণ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 9 =