ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ জন। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেই এই সুনামি। ওই আগ্নেয়গিরির নাম ক্রাকাতোয়ার সন্তান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। অন্যদিকে, আরও সুনামির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কারণ ওই আগ্নেয়গিরি এখনও রীতিমতো সক্রিয়। শনিবার স্থানীয় সময় রাতে সাড়ে নটায় দক্ষিণ সুমাত্রা ও জাভার পশ্চিম প্রান্তে বিরাট সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ে। ভেঙে পড়ে কয়েকশো বাড়িঘর। ভূবিজ্ঞানীদের মত, পূর্ণিমার সময় জলে অস্বাভাবিক ঢেউ এবং সমুদ্রের তলায় অনর ক্রাকাতোয়ায় ভূমিক্ষয়ের দরুণই এই প্রবল সুনামি। ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ বলে চিহ্নিত। ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এই সুনামিতে ৫৫৮টি বাড়ি, ৯টি হোটেল, ৬০টি রেস্তোরাঁ, ৩৫০টি বোট ক্ষতিগ্রস্থ হয়েছে। এর আগেও দেশটিতে চলতি বছরের সেপ্টেম্বরে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। এতে নিহত হয়েছিলেন প্রায় ২ হাজার মানুষ।
সুনামিতে মৃত বেড়ে ৪২৯
ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ জন। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেই এই সুনামি। ওই আগ্নেয়গিরির নাম ক্রাকাতোয়ার সন্তান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। অন্যদিকে, আরও সুনামির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। কারণ ওই আগ্নেয়গিরি এখনও রীতিমতো সক্রিয়। শনিবার স্থানীয় সময় রাতে সাড়ে নটায় দক্ষিণ সুমাত্রা ও জাভার পশ্চিম প্রান্তে বিরাট