ইতালির সিসিলিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে এটনা পাহাড়ে। ফলে ওই অঞ্চলের উপর দিয়ে আংশিক বন্ধ করা হয়েছে বিমান চলাচল। ইতালির জাতীয় ভূপদার্থ ও আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, সেখানে ১৩০টিরও বেশি ভূকম্পের ধাক্কা গোনা গিয়েছে। যার সর্বোচ্চ পরিমাণ ৪। গত দশবছরের মধ্যে এটিই প্রথম অগ্ন্যুৎপাত। তবে তা এখনও বিপজ্জনক নয়। আকাসে ছাই ওড়ায় দৃশ্যমানতা কমে গিয়েছে। সিসিলির ক্যটানিনিয়া বিমানবন্দরে বিমানের উড়ান কমানো হয়েছে। গোটা এলাকা এতটাই ঝাপসা যে এটনা থেকে লাভা বেরোচ্ছে কিনা তা জানা যাচ্ছে না। তবে সোমবার বিকেলের পর ভূকম্পের মাত্রা কমে গিয়েছে। এটানার উচ্চতা ৩৩০০ মিটার। ইউরোপের সবথেকে সক্রিয় আগ্নেয়গিরি এটাই। গত ২৭০০ বছর ধরে এখানে মাঝেমধ্যেই অগ্ন্যুৎপাত হয়।
এবার ইটালির পাহাড়ে অগ্ন্যুৎপাত
ইতালির সিসিলিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে এটনা পাহাড়ে। ফলে ওই অঞ্চলের উপর দিয়ে আংশিক বন্ধ করা হয়েছে বিমান চলাচল। ইতালির জাতীয় ভূপদার্থ ও আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, সেখানে ১৩০টিরও বেশি ভূকম্পের ধাক্কা গোনা গিয়েছে। যার সর্বোচ্চ পরিমাণ ৪। গত দশবছরের মধ্যে এটিই প্রথম অগ্ন্যুৎপাত। তবে তা এখনও বিপজ্জনক নয়। আকাসে ছাই ওড়ায় দৃশ্যমানতা কমে গিয়েছে। সিসিলির ক্যটানিনিয়া