ওয়াশিংটন: আরও একবার ভারতীয়দের জয়৷ বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গার নাম মনোনীত করল ওয়াশিংটন। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদের জন্য যোগ্যতম ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন- সকলের অলক্ষ্যে কী ভাবে ইউক্রেন পৌঁছলেন বাইডেন? জানা গেল নেপথ্য কাহিনি
এর আগে বিশ্বের প্রথম সারির পেমেন্ট সংস্থা মাস্টারকার্ডের চিফ এক্সিকিউটিভ হিসাবে কাজ করেছেন অজয় বঙ্গা। মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন ডেভিড মালপাস। সাধারণত এই পদে মার্কিন নাগরিকদেরই বেছে নেওয়া হয়৷ তবে অজয় বাইডেনের পছন্দ বঙ্গা৷ তিনি যদি বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট হন, তাহলে তিনিই হবে এই পদে প্রথম ভারতীয়। ৬৩ বছরের বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি এখন মার্কিন নাগরিক। বর্তমানে জেনারেল ইকুইটি নামে এক মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।
বঙ্গার জন্ম মহারাষ্ট্রের পুণেতে৷ বাবা হরভজন সিং বঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিক। ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন অজয়। তার আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি।
কেন পদ্মশ্রী বঙ্গাকেই পছন্দ বাইডেনের৷ এক বিবৃতিতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্তমান বিশ্বে যে সংকটগুলি আমাদের সামনে রয়েছে, তা সামলানোর জন্য সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে অজয় বঙ্গারই। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে বিশ্ব ব্যাঙ্ককে নেতৃত্ব দিতে পারেন একমাত্র বঙ্গা।
ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৪ সালে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে আচমকাই তিনি পদত্যাগের কথা ঘোষণা করেন৷ এর পরেই সেই পদে বঙ্গার নাম মনোনীত করা হয়৷ তাঁর নাম মনোনীত হওয়ায় খুশি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি জানেট ইয়েলেন। তাঁর মতে, দারিদ্র্য দূরীকরণ থেকে অন্যান্য ক্ষেত্রে যে বদল দরকার, তা একমাত্র অজয় বঙ্গার পক্ষেই সম্ভব।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>