NCB হেফাজতে আরিয়ান, বাকিদের মতোই সাধরণ খাবার খেলেন স্টার কিড

NCB হেফাজতে আরিয়ান, বাকিদের মতোই সাধরণ খাবার খেলেন স্টার কিড

মুম্বই:  মাদক-কাণ্ডে এখনও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফজতে রয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান৷ আগামী ৭ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকতে হবে আরিয়ান ও তাঁর সঙ্গীদের৷ আজ সকালেই জেলে কিছু বিজ্ঞাপনের বই পড়তে চান তিনি৷ তা পড়তেও দেওয়া হয় আরিয়ানকে৷ কিন্তু গরাদের চার দেওয়ালে মিলল না মন-পসন্দ খাবার৷ 

আরও পড়ুন- সাদা গেঞ্জি গায়ে হিরের চমকে জিমে ঘাম ঝরালেন রণবীর, মাসলে ঝড় নেটপাড়ায়

জানা গিয়েছে, এনসিবি অফিসের পাশেই রয়েছে ন্যাশনাল হিন্দু রেস্টুরেন্ট৷ সেখান থেকেই খাবার এনে দেওয়া হচ্ছে আরিয়ানকে৷ তবে পছন্দ মতো খাবার খাওয়ার অনুমতি নেই তাঁর। কেন্দ্রীয় সংস্থার হেফাজতে থাকা বাকি সতীর্থদের মতোই একই খাবার খেতে হচ্ছে তাঁকে৷ এদিকে ইতিমধ্যেই আরিয়ানের ফোন নিয়ে নেওয়া হয়েছে৷ ফরেন্সিক তদন্তের জন্য আরিয়ানের ফোন পাঠানো হয়েছে গান্ধী নগরে দেশের সবচেয়ে বড় ল্যাবে৷ তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক সংক্রান্ত একাধিক চ্যাট হাতে এসেছে তদন্তকারী অফিসারদের৷ আরিয়ানের হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী সতীশ মানশিন্ডে৷ 

আরিয়ান

এদিকে, এনসিবি-র জেরার মুখে মাদক নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অরিয়ানের ঘনিষ্ঠ বান্ধবী মুনমুন ধামেচা। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন৷ এদিকে আরিয়ানের দাবি, তাঁর ব্যাগ থেকে কিছু উদ্ধার হয়নি। আরবাজের কাছ সামান্য মাদক উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, তাঁকে ওই পার্টিতে অতিথি হিসেবে ডাকা হয়েছিল৷ আলাদা সুইট ছিল তাঁর জন্য। 

শুরু থেকেই আরিয়ানের দাবি, তাঁকে ভিআইপি অতিথি হিসেবে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল৷ সেকারণেই তিনি সেখানে গিয়েছিলেন। এমনকি প্রবেশ মূল্যের ১ লক্ষ টাকা পর্যন্ত তাঁকে দিতে হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =