জন্মদিনে শাহরুখকে খোলা চিঠিতে শ্রদ্ধার্ঘ্য রাহুলের

জন্মদিনে শাহরুখকে খোলা চিঠিতে শ্রদ্ধার্ঘ্য রাহুলের

কলকাতা: ছেলে আরিয়ানের মাদক মামলার দৌলতে বেশ কয়েকদিন ধরেই খবরে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান৷ তবে আজ তাঁর খবরে থাকার কারণ অবশ্যই তাঁর সন্তানরা নন, তিনি নিজেই৷ কারণ দিনটা ২রা নভেম্বর। কিং খানের জন্মদিন৷ এদিন তাঁর ভক্তরা নানা ভাবে দিনটি উদযাপন করেন৷ তবে টলিউড অভিনেতা রাহুল শাহরুখের জন্মদিনে তাঁর উদ্দেশে লিখলেন খোলা চিঠি৷ 

ফেসবুকে রাহুল লেখেন, ‘শ্রদ্ধেয় স্যার, আমি এমন কিছু বলব না, যাতে মনে হবে আরিয়ান একজন নায়ক। বরং উল্টোটাই, ওর উচিত ছিল আপনার লড়াইকে সম্মান দেওয়া। ওর মনে রাখা উচিত ছিল, ও কার ছেলে। কিন্তু খুব যে ঘৃণা করারই বা উপায় কোথায়? নিজেও তো নেশা কম করিনি এবং নেশা করেছি বলেই জানি যে রিক্রিয়েশন হিসেবে শুরু হয়ে এটি ক্রমশ রোগ হয়ে ওঠে নিজের অজান্তে। কিন্তু স্যার দোষ আপনার, আপনি দিল্লি থেকে এসে এতকিছু কেন করলেন? আমার মতো সাধারণ দেখতে মানুষদের মাথায় কেন ঢোকালেন, “তোমরাও পারো”….কেন নিজের প্রত্যেকটা সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমার মধ্যে ঢোকালেন “knowledge is power”

আজ বিজয়গড়ের একটা সাধারণ ছেলে শুধু নিজের মেধা দিয়ে একটা জায়গা করে নিয়েছে, পরিশ্রমকে নিজের পাথেয় করেছে কাকে দেখে? এত স্পর্ধা সাধারণ মানুষকে দেওয়ার কোনও মানে হয়? আমরা থাকতাম নীচে, ফ্রন্ট রোতে পোস্টারের যোগ্য করে তুলেছেন শুধু আপনি। আপনি তো শালা উল্টো পাল্টা ছবি করেন এখন, আমার বন্ধুরা আওয়াজ দেয়। প্রত্যেকবার দেখব না বলে প্রতিজ্ঞা করেও, শুটিং কামাই করে ফাস্ট ডে, ফাস্ট শোতে চলে যাই…কি করব? প্রত্যেকবার একঘেয়ে গালের টোল দেখে মনে হয় এবার নতুন কিছু হবে। আসলে একটা সময় আমরা ভারতবর্ষ বলতে আপনাকে বুঝতাম, তারপর ভারতবর্ষ বদলে গেল। সেই বদলে যাওয়া ভারতবর্ষ, যেখানে কলকাতায় প্রবলভাবে গণেশ পুজো হয়, তার সঙ্গে আপনি তাল মেলাতে পারলেন না। আপনি পিছিয়ে গেলেন।

আপনার সাথে সাথে আমরাও…তবু বলব যা দিয়েছেন অনেক…আপনি একটা বেঁটেখাটো বিজয়গড় কলোনির ছেলের স্বপ্নে এসে বলেছেন “yes you are best “…এই যাবতীয় স্বপ্ন অস্বীকার করি কি করে বলুন? আপনি এখনও কাভি হা কাভি না সিনেমার সুনীল, হাজার স্বপ্নভঙ্গের পর যে অন্যের লাগেজ বয়ে নিয়ে যায়, আমার মতো সাধারণ ছেলেদের স্বপ্নের লাগেজ …happy birthday sir…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *