ভাইরাল ‘আলু পোস্ত গার্ল’ এবার বৈশাখী, রিম্পির চটকে শোরগোল নেট পাড়ায়

ভাইরাল ‘আলু পোস্ত গার্ল’ এবার বৈশাখী, রিম্পির চটকে শোরগোল নেট পাড়ায়

কলকাতা:  গায়ে জড়ানো কালো ফিনফিনে শিফন শাড়ি৷ হলুদ স্লিভলেস ব্লাউডে উন্মুক্ত ক্লিভেজ৷ আলু পোস্ত রেঁধে দারুণ ভাইরাল রিম্পি৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্নেহা কর্মকার৷ স্নেহাকে চিনতে পারছেন তো? সোশ্যাল মিডিয়ায় তিনি তো এখন চর্চার কেন্দ্রে৷ শোভন-বৈশাখীকে নিয়ে অনীক ধর যে গান বেঁধেছেন তা তো সকলেরই জানা৷ ওই ভিডিয়োয় বৈশাখীর চরিত্রেই দেখা গিয়েছিল রিম্পিকে৷ এই বৈশাখীই ‘আলু পোস্ত গার্ল’ রিম্পি৷ 

আরও পড়ুন- ধনতেরসে শিবানিকে আদর ভরা টিকা ফারহানের, শুভেচ্ছা দীপাবলির

anik

কখনও রিম্পির গায়ে লাল বেনারসি, কখনও আবার কালো শিফন শাড়ি৷ রিম্পির শরীরি হিল্লোলে কাবু নেটপাড়া৷ অনীকের সঙ্গে শ্যুটিং-এর ফাঁকে একের এক ছবিও তুলেছেন তাঁরা৷ সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন৷ সব শেষে এটাও বলেছেন, ‘স্যার আপনার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে৷’ অনীকের ‘আমি তোর শোভন, তুই আমার বৈশাখী’ সোশ্যাল মিডিয়ায় ভালো রকম সাড়া ফেলেছে৷ মাত্র তিন আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি৷ ইতিমধ্যেই তা ২ লক্ষ ভিউ হয়ে গিয়েছে৷ হবে নাই বা কেন, এযুগের কাপলদের দশ গোল দিচ্ছেন শোভন-বৈশাখী৷ আর তাঁদের নিয়ে বাঁধা গান শোরগোল ফেলেছে৷ 

অনীকের গান নিয়ে সমালোচনাও কম হচ্ছে না৷ অনেকেই বলছেন, নেটিজেনদের অনেকেই বলছেন ‘ভাইরাল হওয়ার চক্করে নিজের রুচিকে নামিয়ে এনেছেন অনীক’। তবে এই ভিডিয়োয় নজর কেড়েছে আলু পোস্ত গার্ল৷ ইউটিউবের কমেন্ট বক্সে  উঠে এসেছে রিম্পির আগুন ছাড়া আলু পোস্ত রান্নার প্রসঙ্গ। সমালোচনা হলেও রিম্পি বেশ প্রশংসাই কুড়িয়েছেন ভিডিয়োতে৷ 

এদিকে অনীকের বক্তব্য, ‘আমার গান যদি মানুষের মনে এক মিনিটের জন্যেও হাসি ফোটাতে পারে, তাহলেই অনেক। আমরা যদি চিকনি চামেলি শুনতে পারি,  শিলা কি জওয়ানির মতো গান করতে পারি,  লে ক্যাওড়া হতে পারে, তাহলে শোভন-বৈশাখী কেন নয়?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *