সান্তা সেজে নিজের দুই সন্তানকে খুন

ওয়াশিংটন: উত্সবের মরসুমে বাজার,পাড়া মাতিয়ে রাখেন তিনি সান্তা ক্লজ সেজে। ছোটদের আদর, উপহার দেওয়া, কোনো কিছুতেই খামতি ছিল না ৪৯ বছরের এলউইন ক্রকারের। কিন্তু এহেন সান্তার মুখোশের আড়ালে যে এক জন খুনি লুকিয়ে থাকতে পারে, ভাবতে পারেননি কেউই। আমেরিকার জর্জিয়ার কাছে গাইটন এলাকায় এক ছদ্মবেশী সান্তার বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, উত্সবের মরসুমে সুপারমার্কেটে

সান্তা সেজে নিজের দুই সন্তানকে খুন

ওয়াশিংটন: উত্‍সবের মরসুমে বাজার,পাড়া মাতিয়ে রাখেন তিনি সান্তা ক্লজ সেজে। ছোটদের আদর, উপহার দেওয়া, কোনো কিছুতেই খামতি ছিল না ৪৯ বছরের এলউইন ক্রকারের। কিন্তু এহেন সান্তার মুখোশের আড়ালে যে এক জন খুনি লুকিয়ে থাকতে পারে, ভাবতে পারেননি কেউই। আমেরিকার জর্জিয়ার কাছে গাইটন এলাকায় এক ছদ্মবেশী সান্তার বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ।

পুলিশ জানিয়েছে, উত্‍সবের মরসুমে সুপারমার্কেটে সান্তা ক্লজ় সেজে ঘুরতেন এলউইন ক্রকার। এলউইনের বাড়ির বাগান থেকে উদ্ধার হয়েছে তাঁর দুই ছেলেমেয়ে ১৬ বছরের এলউইন ক্রকার জুনিয়র এবং ১৪ বছরের ম্যারি ক্রকারের মৃতদেহ। তাদের খুন করে মাটি চাপা দেওয়ার অভিযোগে এলউইন-সহ ক্রকার পরিবারের সবাইকে গ্রেপ্তার করেছে জর্জিয়া পুলিশ।

সান্তা সেজে নিজের দুই সন্তানকে খুনগত দু-সপ্তাহ ধরে মেয়ে ম্যারিকে দেখা যাচ্ছিল না বলে জানান এলাকাবাসীরা। বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হলে বলা হয় যে, ম্যারি তার মায়ের সঙ্গে ছুটি কাটাতে ক্যারোলিনা গিয়েছে। তাঁদের হাবভাবে অসঙ্গতি চোখে পড়ায় এলাকাবাসী দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ এলে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশের নানা প্রশ্নের মুখে পড়ে পরিবারের সদস্যদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। সন্দেহ হয় পুলিশের। জানা যায়, ২০১৬ সাল থেকে স্কুলে যেতে দেখা যায়নি ম্যারির দাদাকেও। শুরু হয় তদন্ত।

বাড়ির মধ্যে থেকেই নানান নমুনা সংগ্রহ করতে শুরু করে পুলিশ। চারপাশ খুঁজতে খুঁজতে তদন্তকারীরা সূত্র পান বাগানে। মাটি খুঁড়ে উদ্ধার হয় দুটি মৃতদেহ! ময়নাতদন্ত করে জানা যায় ওই দুটি দেহ ম্যারি এবং জুনিয়র ক্রুকারের! পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করে তারপর তাদের মাটি চাপা দিয়ে দেওয়া হয়।মনে করা হচ্ছে তাঁদের বাবা এলউইন ক্রকার, সত্‍-মা ক্যানডিস ক্রকার ও ক্যানডিসের মা কিম রাইট এই ষড়যন্ত্রে জড়িত।অনুমান করা হচ্ছে, প্রথম পক্ষের ছেলেমেয়েদের সহ্য করতে না পারে এইরকম নৃশংস কাণ্ড ঘটায় তারা। স্বভাবতই এই ঘটনায় বিস্মিত প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =