গান গাওয়া তো দূর, ১ মাস কথা বলাই বন্ধ সঙ্গীতশিল্পীর

গান গাওয়া তো দূর, ১ মাস কথা বলাই বন্ধ সঙ্গীতশিল্পীর

823297e76f9c5bf8cd2a052b8829fa3a

কলকাতা: স্বরযন্ত্রে রক্তক্ষরণ ধরা পড়েছে! এই কারণে কমপক্ষে এক মাস গান গাওয়া বন্ধ হয়ে গেল সঙ্গীতশিল্পী শাহানা বাজপেয়ীর। গান গাওয়া তো দূর, কার্যত কথাই বলতে পারবেন না শাহানা। নিজেই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন এই কথা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অগুন্তি ভক্তরা।

ফেসবুক পোস্টে গায়িকা শাহানা বাজপেয়ী লিখেছেন, “স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে সম্প্রতি এবং তাতে তাঁর স্বরযন্ত্রে রক্তক্ষরণ ধরা পড়েছে। আমাকে কমপক্ষে এক মাসের জন্য গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে। দয়া করে আপনারা এই আমার এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিন কারণ আমি নিজেও এই নীরবতা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। যাদের ওপর আমি চিৎকার করে তাদের অনুরোধ আমার থেকে আপাতত দূরে থাকতে কারণ আমিও চুপচাপ থাকবো।” একাধিক রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে লোক গান শোনা গিয়েছে শাহানা বাজপেয়ীর কন্ঠে। বাংলা সঙ্গীত জগতের একাধিক স্বনামধন্য শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি এবং বাংলা ছবিতেও প্লেব্যাক করেছেন শাহানা। তবে আপাতত এক মাস তিনি একেবারেই নিরুত্তাপ থাকবেন। 

One Reply to “গান গাওয়া তো দূর, ১ মাস কথা বলাই বন্ধ সঙ্গীতশিল্পীর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *