কলকাতা: বাঁকুড়া থেকে ফেরার পথে পথদুর্ঘটনার কবলে তৃণমূল সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি লরি৷ দুর্ঘটনায় জখম হয়েছেন অভিনেত্রী৷ ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটিও৷ একেবারে দুমরে মুচরে গিয়েছে৷
আরও পড়ুন- গায়ে শুধুমাত্র সরু সুতোর বিকিনি, বক্ষবিভাজিকায় উষ্ণতা ছড়ালেন মালাইকা!
জানা গিয়েছে হাতে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী৷ স্থানীয় সূত্রে খবর, উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময় ১২ চাকার একটি লরি ধাক্কা দেয় সায়ন্তিকার গাড়িতে৷ দুর্ঘটনার পরেই কলকাতায় না ফিরে তিনি বাঁকুড়া ফেরার সিদ্ধান্ত নেন৷ হাতে চোট লেগেছে তাঁর৷ ঘাতক লরিটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।
গত এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগের কাজ করছিলেন। সেখানে সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছিলেন তিনি৷ সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পিছন দিক থেকে তাঁর গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি ট্রাক। লরির ধাক্কায় দুমড়ে যায় সায়ন্তিকার গাড়ির একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রীর হাতে গুরুতর চোট লেগেছে। চোট পেয়েছেন গাড়িতে থাকা অন্যান্যরাও৷
দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদলে বাঁকুড়া ফিরে যাচ্ছেন অভিনেত্রী। কবে কলকাতা ফিরবেন তা এখনও জানা যায়নি। এদিকে, ঘাতক গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ৷