বৃষ্টিও ঢাল হল না শেষ অবধি। মেলবোর্নে টিম পেইনের দুর্বল অস্ট্রেলিয়াকে তৃতীয় টেস্টে ১৩৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিলেন দ্বিতীয় ইনিংসে। শেষ উইকেটে ন্যাথান লিয়নকে ফিরিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ইশান্ত শর্মা । ৩৯৯ রানের প্রায় অসম্ভব জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া থামল ২৬১-তে। একা প্যাট্রিক কামিন্স লড়াই চালান। ৬৩ করেন তিনি। রবিবার বৃষ্টিতে গোটা সকালের সেশনই পণ্ড হয়। মেলবোর্নে ২-১ করার ফলে ভারত এই সিরিজে আর কোনওভাবেই হেরে ফিরবে না। ম্যাচে ন’উইকেট নিয়ে সেরা নির্বাচিত হন বুমরা। এই টেস্টে জয়ের ফলে ভারতীয় অধিনায়কদের মধ্যে বিদেশে র মাটিতে জয়ের দিক থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁলেন বিরাট। দু’জনেই ১১টি টেস্ট জিতিয়েছেন বিদেশে।
৩৭ বছর পর ম্যাচ জিতে সৌরভকে ছুঁলেন কোহলি
বৃষ্টিও ঢাল হল না শেষ অবধি। মেলবোর্নে টিম পেইনের দুর্বল অস্ট্রেলিয়াকে তৃতীয় টেস্টে ১৩৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিলেন দ্বিতীয় ইনিংসে। শেষ উইকেটে ন্যাথান লিয়নকে ফিরিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ইশান্ত শর্মা । ৩৯৯ রানের প্রায় অসম্ভব জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে