হটনেসে মালাইকাকে জোড় টক্কর জর্জিয়ার, আরবাজ-প্রেমিকার উষ্ণতায় পুড়ছে নেটপাড়া

হটনেসে মালাইকাকে জোড় টক্কর জর্জিয়ার, আরবাজ-প্রেমিকার উষ্ণতায় পুড়ছে নেটপাড়া

মুম্বই: হট বলি ডিভা মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদ হয়ে গিয়েছে বহুদিন আগেই৷ আপাতত বলিউড তারকা অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি৷ অন্যদিকে,  ইতালির মডেল জর্জিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন সলমন খানের ভাই আরবাজ খান। সম্প্রতি আরবাজ-প্রেমিকার বেশ কিছু সাহসী ফোটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে প্রাক্তন আর বর্তমানের তুলনা৷ কে বেশি হট? জর্জিয়া না মালাইকা?  প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ তবে জর্জিয়ার হট ছবিতে বুঁদ হয়েছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন- করোনা আক্রান্ত কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর, ভর্তি রয়েছেন ICU-তে

jorgia

এক সময় বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন আরবাজ খান ও মালাইকা আরোরা৷ কিন্তু ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ আরবাজ ও মালাইকার একটি সন্তানও আছে৷ মালাইকার সঙ্গেই থাকে সে৷ বর্তমানে মালাইকা আর অর্জুনের সম্পর্ক কারও অজানা নয়৷ তেমনই আরবাজের সঙ্গে নাম জড়িয়েছে জর্জিয়ায়৷ এরই মধ্যে নিতম্ব বার করে জর্জিয়ার হট ফটোশ্যুট দেখে ঘুম উড়েছে অনেকেরই৷ ঝড়ের গতিতে তাঁর সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ সাহসী লুকে জর্জিয়াকে দেখার পরেই নেটিজেনদের প্রশ্ন কে বেশি হট? 

মালাইকা

জর্জিয়া আন্দ্রানির চাবুক ফিগারে ফিদা নেটিজেনরা। তাঁর শরীর চুঁইয়ে পড়ছে ভরা যৌবন৷ পরতে পরতে ছড়িয়েছেন উষ্ণতা৷ নিতম্ব থেকে উন্মুক্ত বক্ষ-বিভাজিকা, জর্জিয়ার হট পোজ দেখে উষ্ণতার আগুনে পুড়েছে পুরুষ মহল৷ কিন্তু কম যান না মালাইকাও৷ সম্প্রতি উন্মুক্ত বক্ষ বিভাজিকায় ঝড় তুলেছিলেন তিনিও৷ অনাবৃত উরুতে তিনিও সমান লাস্যময়ী৷ বোল্ড ছবিতে ইন্টারনেটে আগুন জ্বালাতে তিনিও কম যান না৷ 

জর্জিয়া

বয়স ৫০ ছুঁইছুঁই৷ কিন্তু রূপ-যৌবনে যে কোনও বলি ডিভাকে দশ গোল দিতে পারেন তিনি৷  অভিনেত্রীর ইনস্টাগ্রামে উঁকি দিলেই তাঁর সেক্সি অ্যাটায়ার মুগ্ধ করে অনুরাগীদের। তাঁর শরীরী নেশায় কাবু ভক্তরা৷ এক কথায় বলিউডের সেক্সবম্ব তিনি৷ অন্যদিকে, জর্জিয়া দারুণ নৃত্যশিল্পী৷ আরবাজই নাকি তাঁকে বলিউডে কেরিয়ার গড়তে সাহায্য করেছিলেন৷ বর্তমানে আরবাজের উপহার দেওয়া মুম্বইয়ের একটি ফ্ল্যাটেই থাকেন তিনি৷  

মালাইকা

তবে নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নামই দিয়েছেন জর্জিয়া-আরবাজ। বয়সে আরবাজের চেয়ে ২২ বছরের ছোট তিনি। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে জর্জিয়ার সঙ্গেই সম্পর্কে আছেন আরবাজ। লিভ-ইন সম্পর্কে থাকলেও জর্জিয়াকে প্রেমিকা নয়, বান্ধবী বলেই পরিচয় দেন আরবাজ। অন্যদিকে জর্জিয়ার দাবি, তিনি নিজের পরিশ্রমেই সফল হয়েছেন৷ 

মালাইকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =