মুম্বই: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে শুধু করোনা নয়, জানা গিয়েছিল তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। তাঁকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন চিকিৎসকরা। একে বয়সজনিত কারণ, অন্যদিকে করোনার সঙ্গে ফুসফুসে সংক্রমণ, দুইয়ে মিলিয়ে উদ্বেগ ছিল। কিন্তু এখন জানা গেল, লতার শরীর আগের থেকে খানিক ভালই রয়েছে। তিনি এখন স্থিতিশীল। এমনটাই জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানান হয়েছে, এখনও পর্যন্ত আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি কিন্তু তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভাল জায়গায় রয়েছে। আগামী ১০-১২ দিন লতা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকবেন বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনও ওয়ার্ডে শিফট না করে, কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে আইসিইউ ওয়ার্ডেই রাখা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আগে জানা গিয়েছিল যে, লতা মঙ্গেশকরের চিকিৎসার জন্য ককটেল পদ্ধতি ব্যবহার করার কথা ভেবেছেন চিকিৎসকরা। তবে সেই বিষয় এখনও পর্যন্ত আর কোনও খবর মেলেনি। গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ বছর পূর্ণ করেছেন সুর সাম্রাজ্ঞী। তিনি দীর্ঘদিন ধরেই গৃহবন্দি৷ বাইরে বিশেষ বেরোন না৷ তবে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর৷ মনে করা হচ্ছে, কোনও ঘনিষ্ট ব্যক্তি বা পরিচারিকার থেকে তিনি সংক্রমিত হয়েছেন৷
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদৌরে এক সঙ্গীত পরিবারে জন্ম হয় লতার৷ তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সঙ্গীত জগতের ধ্রুপদী শিল্পী। বাবার থেকেই প্রথম তালিম তাঁর। মাত্র ১৩ বছর বয়সে প্রথম গান রেকর্ড করেন লতা৷ যদিও সেই গানটি পরবর্তী সময়ে ছবি থেকে বাদ পড়েছিল। গানের জন্যেই ১৯৪৫ সালে মুম্বইয়ে পাড়ি দেন কিংবদন্তি শিল্পী৷ এর পর আর পিছু ফিরে তাকাতে হয়নি।