বিরোধীদের ধুয়েমুছে বিশাল জয় হাসিনার

বিরোধীদের হেলায় উড়িয়ে দিয়ে বিরাট জয় পেল আওয়ামি লিগ। টানা তিনবার জয়ের হ্যাটট্রিক করলেন শেখ হাসিনা। রবিবার ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে সোমবার ভোরে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের ফলাফল স্থগিত হয়েছে। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামি লিগ। এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। বিএনপি

বিরোধীদের ধুয়েমুছে বিশাল জয় হাসিনার

বিরোধীদের হেলায় উড়িয়ে দিয়ে বিরাট জয় পেল আওয়ামি লিগ। টানা তিনবার জয়ের হ্যাটট্রিক করলেন শেখ হাসিনা। রবিবার ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে সোমবার ভোরে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ভোটের ফলাফল স্থগিত হয়েছে। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামি লিগ। এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন। নির্বাচনের আগে গাইবান্ধা-৩ আসনের এক প্রার্থী নিহত হওয়ার পর ওই আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম বিএনপি সবচেয়ে কম আসন পেয়েছে। দলটির বেশ কয়েকজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে, এই ফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই ফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে তারা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামি লিগ ২৩০ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে ২৩৪টি আসন পায় আওয়ামি লিগ। জাতীয় পার্টি-জাপা ৩৪টি আসনে জয়লাভ করে। অন্যরা পায় ৩২টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + one =