মুম্বই: জল্পনার অবসান৷ অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷ শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ কানাঘুষো চলতি মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘রালিয়া’৷ পারিবারিক রীতি মেনেই বসবে তাঁদের বিয়ের আসর৷
আরও পড়ুন- BREAKING: আরিয়ান মাদক মামলায় প্রত্যক্ষদর্শীর মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে DGP
জানা গিয়েছে দেশে বা বিদেশের বড় কোনও হোটেল বা দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং এক্ষেত্রে মেনে চলা হবে পারিবারিক পরম্পরা৷ বিয়ের মণ্ডপ সাজবে বাণিজ্যনগরীর বুকে৷ কিন্তু, কোথায় বসবে ঋষি-নীতুর একমাত্র ছেলের বিয়ের আসর? ভাট বাড়িতে? না৷ সেখানে নয়৷ বলিউড বলছে, বাবা-মায়ের পথ অনুসরণ করেই আরকে হাউসে বসবে রালিয়ার বিয়ের আসর৷ সেখানেই এক হবে চার হাত৷ ঠিক যে ভাবে ১৯৮০ সালের ২০ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন ঋষি-নীতু৷
রণবীর বরাবরই পারিবারির রীতির উপর আস্থাশীল৷ ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের খুব কাছের৷ বিয়ের কথা পাকা হতেই রণবারী জানিয়ে দেন, চেম্বুরের পৈতৃক বাড়িতে আলিয়াকে নিয়ে আসবেন তিনি৷ বিয়েতে উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা৷ বিয়ের দায়িত্ব সামলাবে শাদি স্কোয়াড৷ এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে আমন্ত্রিতের সংখ্যা মাত্র ৪৫০৷ এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই তাঁদের সমস্ত কাজ মিটিয়ে ফেলার কথা বলা হয়েছে সংস্থার তরফে৷ অর্থাৎ আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সম্ভবত এপ্রিলের মাঝামাঝিই হতে চলেছে ‘রালিয়া’র শুভ পরিণয়৷ জানা গিয়েছে, আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের অসুস্থতার কারণেই বিয়ের তারিখ এগিয়ে এনেছেন ভাট পরিবার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>