মুম্বই: বলিউড থেকে টলিউড, তারকাদের অন্যতম ফেবারিট হলিডে ডেস্টিনেশন এখন মলদ্বীপ৷ মাঝেমধ্যেই সেলেবরা ধরা দেন মলদ্বীপের নীল সাগরের পাড়ে ছুটির মেজাজে৷ সোলো ট্রিপ কিংবা জুটিতে, বারবার তারকারা ছুটে গিয়েছেন মলদ্বীপের হাতছানিতে সাড়া দিয়ে৷ এবার মলদ্বীপে ছুটির মেজাজে দেখা গেল সোনাক্ষী সিনহাকে৷
আরও পড়ুন- তিনি নাকি প্রভাসের হবু স্ত্রী! মাদকপার্টি থেকে আটক হয়ে ফের চর্চায় চিরঞ্জীবীর ভাইঝি
এদিকে, আসানসোল লোকসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা৷ শোনা যাচ্ছিল, বাবার হয়ে নির্বাচনী প্রচারে আসানসোলে আসতে পারেন নায়িকা৷ তবে কবে তিনি বাংলায় আসবেন, তা অবশ্য জানা যায়নি৷ তবে আসানসোল আসার আগেই মালদ্বীপে ছুটি কাটাতে গেলেন দাবাং গার্ল৷ সেখান থেকেই সিজলিং ছবি শেয়ার করে ভক্তদের মন ছুঁলেন তিনি৷ সাদা বিকিনি টপ এবং শর্টসে সোনাক্ষী যেন লাস্যময়ী৷ তার উপর খোলা চুল এবং হালকা মেকআপে সুপার সিজলিং বিচ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী৷
তবে বলিউড নায়িকাদের প্রথম সারির দৌড়ে যে সোনাক্ষী নেই, সে কথা তিনিও জানেন। ২০১৯ সালে তাঁর বেশ কয়েকটি ছবি মুক্তি পেলেও ২০২০ এবং ২০২১ সালে মাত্র একটি করে ছবি রিলিজ হয়। তাও ২০২০ সালে ‘ঘুমকেতু’ ছবিতে ছিল তাঁর স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স৷ ২০২১ সালে ডিজনি প্লাস হটস্টার ওটিটি তে মুক্তি পেয়েছিল সোনাক্ষীর ‘ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া’৷ তবে তাঁর জনপ্রিয়তা এখনও অটুট৷ হাতে কাজও রয়েছে৷ দু-দুটো ছবির কাজ প্রায় শেষের পথে। সব কিছু ঠিক থাকলে এ বছরই মুক্তি পেতে পারে সোনাক্ষী অভিনীত ‘কাকুড়া’ এবং ‘ডবল এক্স এল’ ছবি দুটি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>