মুম্বই: সব জল্পনার অবসান৷ আরব সাগর পাড়ে আজই বসছে বিয়ের আসর৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট৷ জানা গিয়েছে আজ, অর্থাৎ বৃহস্পতিবার বেলা ২টো থেকে ৩টের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন ‘রালিয়া’৷ মালা বদল করে আজই রণবীরের ঘরণী হবেন আলিয়া৷ সেই সঙ্গে হবে তাঁর ছোটবেলার স্বপ্ন পূরণ৷
আরও পড়ুন- পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুলে চলল ছোট্ট ইউভানের, উচ্ছ্বসিত মা শুভশ্রী, কোন স্কুলে ভর্তি হল সে?
আলিয়া একবার বলেছিলেন, ছোট থেকেই তাঁর মনে রণবীরের বাস৷ কেরিয়ারের শুরুতে আলিয়ার জীবনে অনেক পুরুষের আনাগোনা থাকলেও, মন দিয়েছিলেন রণবীরকেই৷ অন্যদিকে, একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীরও৷ দীপিকা পাদুকোনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পর তাঁর নাম জুড়েছিল ক্যাটরিনার সঙ্গে। এর মাঝেও নানা গুঞ্জন কানে এসেছে। তবে শেষ পর্যন্ত রণবীরের মন বসল আলিয়াতেই৷ তাঁদের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন শোনা গিয়েছিল৷ অনেকেই বলেছিলেন এই সম্পর্ক টিকবে না৷ তবে নিন্দুকদের মুখের উপর যোগ্য জবাব দিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া৷ এর আগে লকডাউনের সময় তাঁরা লিভ ইন সম্পর্কেও ছিলেন৷
এক সময় মজার ছলে রণবীরকে ক্যাসানোভার তকমা দিয়েছিলেন আলিয়ার বাবা মহেশ ভাট৷ তবে সেই সব এখন অতীত৷ রণবীর এখন ভাট পরিবারের হবু জামাই৷ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের উৎসব৷ কিছু ছবি সামনে আসতেও শুরু করেছে৷ আজ সকাল থেকে বাড়িতে অতিথিদের ভিড়৷ চলে এসেছেন আলিয়ার মা সোনি রাজদান৷ উপস্থিত রয়েছেন নীতু কাপুরও৷ বিয়ের আসর বসছে রণবীর কাপুরের আদি বাড়িতে৷ যেখানে গাঁটছড়া বেঁধেছিলেন ঋষি-নীতু৷
এদিকে, আলিয়ার মেহন্দিতেও রয়েছে চমক৷ তিনি কিন্তু তাঁর হাতে স্বামীর নাম লেখেননি৷ বরং লিখিয়েছেন ইংরেজি হরফে ‘৮’৷ আড়াআড়ি ভাবে সংখ্যাটি লেখা হয়েছে৷ ইংরেজি হরফে ‘৮’ সংখ্যাটিকে শুইয়ে দিলে তা হয়ে যায় অসীমতার প্রতীক। কিন্তু কেন এমনটা করলেন আলিয়া? এই প্রতীকের ব্যাখ্যা অবশ্য আগেই আলিয়ার ইনস্টাগ্রামে মিলেছে। রণবীরের প্রিয় সংখ্যা ‘৮’। এই সংখ্যাটিকেই আড়াআড়ি ভাবে শুইয়ে দিলে তা হয় অসীমতার প্রতীক৷ এই সংখ্যা রণবীরের কাছে সৌভাগ্যের প্রতীক। তাই হবু স্বামীর পছন্দের চিহ্ন আঁকিয়েছেন তিনি৷
ইতিমধ্যেই মেহন্দির অনুষ্ঠান হয়ে গিয়েছে৷ হয়েছে সঙ্গীতানুষ্ঠান৷ সকাল থেকে রণবীরের ‘বাস্তু’ বাড়িতে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়৷ আপাতত নববধূর বেশে আলিয়াকে দেখার অপেক্ষায় তাঁর অগণিত ভক্ত৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>