পুরুষদের আকৃষ্ট করতেই কি নারীরা বক্ষবিভাজিকা প্রদর্শন করেন? আপত্তিকর প্রশ্নে সমালোচনাল ঝড়

পুরুষদের আকৃষ্ট করতেই কি নারীরা বক্ষবিভাজিকা প্রদর্শন করেন? আপত্তিকর প্রশ্নে সমালোচনাল ঝড়

মুম্বই: বিক্ষবিভাজিকায় ঝড় নেটপাড়ায়৷ প্রশ্ন উঠেছে, মহিলারা ক্লিভেজ দেখিয়ে কী সুখ পান? পুরুষদের আকৃষ্ট করতেই কি এই প্রদর্শন? কিন্তু কেন? আর তা যদি না হয়, তাহলেই বা মহিলাকে কেন বক্ষবিভাজিকা প্রদর্শন করবেন? এক টুইটার ইউজারের এই প্রশ্নে সুনামির ঝড় উঠেছে অন্তর্জালে৷ 

আরও পড়ুন- লাখ টাকার ঘড়ি থেকে জুতো! কী কী পেলেন ‘রালিয়া’, জানুন বিস্তারিত

সম্প্রতি জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে এসেছিলেন অভিনেত্রী নিমরত কৌর৷ সেই অনুষ্ঠানে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রশ্ন তুলেছেন দেওয়ান নামে সেই ব্যক্তি৷ ওই ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে একটি কালো পোশাকে৷ যেখানে সুস্পষ্ট তাঁর বক্ষবিভাজিকা৷ এই ছবির সঙ্গে নিজের প্রশ্ন ছুড়ে দিয়েছেন দেওয়ান৷ তিনি জানতে চান, মহিলারা কি পুরুষদের নজর কাড়তেই এমন পোশাক পরেন?

তবে তাঁর আপত্তিকর প্রশ্ন চমর ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ৷ এক ইউজার ওই পোস্টের নীচে কমেন্টে লিখেছেন, ‘‘যে কারণে পুরুষরা তাঁদের পেশি প্রদর্শন করতে পছন্দ করেন, এটিও ঠিক তেমনই৷ অঙ্গ সৌষ্ঠব ঈশ্বরের দান। তা প্রদর্শন করার মধ্যে দিয়ে আত্মবিশ্বাস এবং ভাল থাকার বহিঃপ্রকাশ করা যায়। নারীর বক্ষ বিভাজিকা দেখানোয় কোনও ভুল নেই।’ অপর এক ইউজার আবার লিখেছেন, ‘পুরুষরা কেন যখন বাইসেপ বা টোনড বুক দেখান?’

নেটিজেনদের প্রশ্ন, পুরুষরা যখন অনাবৃত উর্ধাঙ্গ প্রদর্শন করেন, তখন তো কোনও প্রশ্ন ওঠে না৷ তা সে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্যই হোক, কিংবা অন্য কোনও কারণে৷ মহিলাদের বক্ষবিভাজিকায় দোষ কোথায়?