অবশেষে স্বস্তি, ফৌজদারি মামলা থেকে মুক্ত শাহরুখ খান

অবশেষে স্বস্তি, ফৌজদারি মামলা থেকে মুক্ত শাহরুখ খান

আহমেদাবাদ: শাহরুখ খানের জন্য বড়সড় স্বস্তির খবর। গুজরাট হাইকোর্টের রায়ে মন্নতে খুশির হাওয়া। পাঁচ বছরের আইনি ঝামেলা থেকে মুক্তি। পাঁচ বছর আগে শাহরুখ খানের নামে দায়ের করা ফৌজদাারি মামলা খারিজ করল গুজরাট হাইকোর্ট। ২০১৭ সালে শাহরুখ খানের রাইস সিনেমার প্রচারের সময় ভদোদরা স্টেশন এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। এরপরেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। শুনানির পর গুজরাট হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয়।

২০১৭ সালে শাহরুখ খান অভিনীত রইস সিনেমা মুক্তি পায়। এই সিনেমার প্রচারের জন্য অভিনব পন্থা নিয়েছিলেন বাদশাহ। ট্রেনে করে রইসের প্রচার শুরু করেছিলেন কিং খান। মুম্বই থেকে অগাস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস চড়ে তিনি দিল্লির পথে যাত্রা করেন। রাত সাড়ে ১০টা নাগাদ ট্রেন ভদোদরা স্টেশনে দাঁড়ায়। সেখানেই ঘটে যায় বিপত্তি। এক ব্যক্তির মৃত্যু হয়।

সেদিন কী হয়েছিল ভদোদরা স্টেশনে?  পছন্দের তারকাকে একবার চোখের দেখা দেখতে অগুন্তি অনুগামীরা ট্রেনটিকে ছেঁকে ধরে। ট্রেনের জানলার হাত দিয়ে তাঁকে স্পর্শ করতে অগুনতি অনুগামীরা ভিড় করেন। কেউ আবার ট্রেনের ছাদে চেপে কোনক্রমে ট্রেনের উল্টোদিকের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেন। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশকে থামাতে লাঠিচার্জও করতে করতে হয়। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে এক ব্যক্তির মৃত্যু হয়। প্ল্যাটফর্মের এক স্টলমালিকের অভিযোগের ভিত্তিতে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিনেতার বিরুদ্ধে দাঙ্গা বাধানো, অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ নিয়ে আসা হয়। সেই সমস্ত অভিযোগ থেকে শাহরুখ খানকে গুজরাটের শীর্ষ আদালত রেহাই দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =