চাঁদের অন্ধকার দিকে নামল চিনা মহাকাশ যান। চাঁদের অদেখা অংশে এই প্রথম রোবটযান পাঠানো হল। মানুষবিহীন চাং’ই-৪ নামের ওই রোবটযান দক্ষিণ গোলার্ধের এইটকেন বেসিনে অবতরণ করেছে। এটি চাঁদের ডার্ক সাইড বা অন্ধকার অংশ। চাঁদে প্রাণের রহস্য নিয়ে গবেষণার জন্য এই চন্দ্রাভিযান।
এটি চাঁদের ওই অঞ্চলের বৈশিষ্ট্য পরীক্ষার পাশাপাশি কিছু বায়োলজিকাল পরীক্ষাও চালাবে। আগের যেসব চন্দ্রযান পাঠানো হয়েছিল, সেগুলি নেমেছিল চাঁদের পৃথিবীমুখী অংশে। কিন্তু চাং’ই-৪ প্রথম কোনও চন্দ্রযান, যেটি চাঁদের পৃথিবীর উল্টো দিকের অংশে অবতরণ করেছে, যে অংশকে চাঁদের অন্ধকার অংশ বলেও অভিহিত করা হয়। চাঁদের ওই অংশ পৃথিবী থেকে খুব কম সময় দেখা যায় বলে অন্ধকার অংশ বলা হয়। এ মিশনের মহাকাশযানটিতে করে তিন কেজি আলুর বীজ আর ফুলের বীজ নেওয়া হয়েছে, যা দিয়ে চাঁদে জীববিজ্ঞানের কিছু পরীক্ষা চালানো হবে।