করাচি: বিদ্যুতের বিল বাকি। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ি ও প্রেসিডেন্ট হাউসে নোটিশ পাঠাল ইসলামাবাদ বিদ্যুৎ সরবরাহ নিগম। বকেয়া না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে তারা পাকিস্তান মিনার ও পাক-চিন মৈত্রী কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ কেটেও দিয়েছে।
পাক সংবাদমাধ্য জানাচ্ছে, পাকিস্তানের সিনেট হাউস কমিটিকে সেন্ট্রাল ডেভলপমেন্ট অথরিটি জানিয়ে দিয়েছে, অর্থাভাবে বকেয়া বিদ্যুতের বিল মেটানো যাচ্ছে না। এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দফতরের গ্যালাইন কেটে দেওয়া হয়েছিল বিল না মেটানোয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। পাক সংসদ থেকে শুরু করে বহু গুরুত্বপূর্ণ দফতরের বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছিল।