ওয়াশিংটন: জায়ে জায়ে ঝগড়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ ব্যাপার। ঝগড়া থেকে পরিবারে ভাঙন হামেশাই দেখা যায়। কিন্তু সেই কাজিয়া যখন রাজ পরিবারে হয়, তখন তা আর সাধারণ থাকে না। যেমনটা চলছে বাকিংহাম প্যালেসে। ব্রিটেনের রাজ পরিবারের দুই পুত্রবধূ কেট মিডলটন এবং মেগান মার্কেলের মধ্যে মুখ দেখাদেখি প্রথম থেকেই নেই। এই নিয়ে কানাঘুঁষো প্রায় শোনা গেলেও, প্রকাশ্যে কেউ মুখ খোলার হিম্মত দেখায়নি। রাজতন্ত্র বলে কথা। গত মে মাসে পরিবারের বিবাহ অনুষ্ঠানে দুই বউমাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকে সেই দৃশ্য বিরল হয়ে ওঠে। নিন্দুকেরা বলতে শুরু করে রানি এলিজাবেথের সংসারে বোধহয় ফাটল ধরেছে। যদিও গত ক্রিসমাস দিনের দুই পুত্রবধূ একে অপরকে শুভেচ্ছা জানান।
দুই বধূর ঝগড়ায় টালমাটাল ব্রিটেনের রাজ পরিবার
ওয়াশিংটন: জায়ে জায়ে ঝগড়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ ব্যাপার। ঝগড়া থেকে পরিবারে ভাঙন হামেশাই দেখা যায়। কিন্তু সেই কাজিয়া যখন রাজ পরিবারে হয়, তখন তা আর সাধারণ থাকে না। যেমনটা চলছে বাকিংহাম প্যালেসে। ব্রিটেনের রাজ পরিবারের দুই পুত্রবধূ কেট মিডলটন এবং মেগান মার্কেলের মধ্যে মুখ দেখাদেখি প্রথম থেকেই নেই। এই নিয়ে কানাঘুঁষো প্রায় শোনা