মন্ত্রী করতে হবে মাশরফিকে, দাবিতে মানববন্ধন বাংলাদেশে

মন্ত্রী করতে হবে মাশরফিকে। এই দাবিতে বাংলাদেশের নড়াইলে মানববন্ধন করলেন এই ক্রিকেটারের সমর্থকরা। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন মাশরফি বিন মুর্তজা। শনিবার মিরপুর স্টেডিয়ামে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতেও নেমেছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি । সকালে নড়াইল প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে

মন্ত্রী করতে হবে মাশরফিকে, দাবিতে মানববন্ধন বাংলাদেশে

মন্ত্রী করতে হবে মাশরফিকে। এই দাবিতে বাংলাদেশের নড়াইলে মানববন্ধন করলেন এই ক্রিকেটারের সমর্থকরা। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন মাশরফি বিন মুর্তজা। শনিবার মিরপুর স্টেডিয়ামে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতেও নেমেছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি ।

সকালে নড়াইল প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন। দাবির সমর্থনে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি আলমগির সিদ্দিকি, জেলা শিল্পকলা আকাদেমির সাধারণ সম্পাদক মলয়কুমার কুণ্ডু প্রমুখ। তাঁদের বক্তব্য, গত ৪৮ বছরেও নড়াইল থেকে কেউ মন্ত্রী হতে পারেননি। আমাদের আশা, প্রধানমন্ত্রী তাঁর হিরের টুকরোকে মন্ত্রী করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =