সুরের জগতে আবার নক্ষত্রপতন, প্রয়াত সন্তুর-পণ্ডিত ভজন সোপরি

সুরের জগতে আবার নক্ষত্রপতন, প্রয়াত সন্তুর-পণ্ডিত ভজন সোপরি

মুম্বই: কেকে চলে গিয়েছেন মাত্র ৪৮ ঘণ্টা আগে। এরই মধ্যে আবার খারাপ খবর দেশের সঙ্গীত জগতের জন্য। প্রয়াত সন্তুর-বাদক পণ্ডিত ভজন সোপরি। শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন আগে গুরগাঁওয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ৭৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

আরও পড়ুন- কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি, কঠগড়ায় বিজেপির ৮ সাংসদ-বিধায়ক, তদন্তে নামল CID

জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভজন সোপরি জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৮ সালে। তাঁর আসল নাম ভজন লাল। তবে শুধু সন্তুরের সুরেই তাঁর খ্যাতি নয়, সুর দিয়েও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ‘সন্তুর সন্ন্যাসী’ হিসেবে পরিচিত ছিলেন। ভজন সোপরি মূলত সুফিয়ানা ঘরানা ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার শিল্পী ছিলেন। ভারত ছাড়াও বিশ্বের একাধিক দেশ যেমন জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অবদানের জন্য সোপরি ১৯৯২ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার এবং ২০০৪ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। তাঁর প্রয়াণে সন্তুরের দুনিয়ায় এক যুগের অবসান তো ঘটলই, দেশের সঙ্গীত জগত হারাল আরও এক তারকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =