কলকাতা: কেকে এসেছিলেন কলকাতায়। তাঁর অনুষ্ঠান করা এবং তাঁকে নিয়ে অনুরাগীদের যে উন্মাদনা সেই নিয়ে ফেসবুকে বিতর্কিত ভিডিও বাণী দিয়েছিলেন গায়ক রূপঙ্কর বাগচী। ‘হু ইজ কেকে?’ এমনই প্রশ্ন ছুড়ে দিয়ে বাংলার শিল্পীদের নিয়ে অনেক কথাই তিনি বলেছিলেন। কিন্তু বাংলার মানুষ তা ভালোভাবে নেয়নি। চূড়ান্ত ট্রোল হন তিনি। এমনকি যাদের নাম তিনি ভিডিওতে নিয়েছিলেন তারাও তাঁর বক্তব্য সমর্থন করেননি। এরপর পরিস্থিতি এমন হয় যে খুনের হুমকি পর্যন্ত পান রূপঙ্কর, থানায় যেতে হয়। শেষমেষ আজ সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন, ওই বিতর্কিত ভিডিও তিনি ডিলিট করছেন।
আরও পড়ুন- মাধ্যমিকে কমল অঙ্কের নম্বর, সবই কি অতিমারির অবক্ষয়?
এদিন রূপঙ্করের বক্তব্য ছিল, না তাঁর কেকে-র প্রতি ব্যক্তিগত বিদ্বেষ আছে কোনও, না তিনি ব্যক্তিগতভাবে হতাশ। তবে তাঁর সমষ্টিগত হতাশা আছে বলে আজও জানিয়েছেন গায়ক। তাঁর কথায়, এই হতাশার কথা বলতে গিয়ে এমন বিতর্ক হবে তিনি ভাবতে পারেননি। বুঝতেও পারেননি। একই সঙ্গে এও বলেন, ভিডিওতে যাদের নাম নিয়েছেন তাদের থেকে আগে অনুমতি নেওয়া উচিত ছিল, সেটা তিনি ঠিক করেননি। তবে তাঁর বক্তব্য যে ঠিকভাবে ব্যাখ্যা করা যায়নি সেটাই দাবি করেছেন গায়ক। তাঁর সংযোজন, তিনি নিজের মন্তব্য গুছিয়ে বলতে পারেননি। তবে তিনি এটাও ভাবেননি যে, এইভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হবে, এত ঘৃণা আক্রোশ ধেয়ে আসবে তাঁর দিকে।
রূপঙ্কর আরও জানিয়েছেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন যে, কেকে’র অনুষ্ঠান নিয়ে যে উন্মাদনা বাংলা দেখাচ্ছে সেটা যেন বাঙালি গায়ক-গায়িকাদের ক্ষেত্রেও দেখায়। এই জায়গা থেকেই সমষ্টিগত হতাশার কথা জাহির করতে গিয়েছিলেন তিনি। প্রয়াত কেকে’র প্রতি তাঁর কোনও ব্যক্তিগত আক্রোশ নেই, থাকার কথাও না, দাবি গায়কের। তাই তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি ফেসবুকের ওই বিতর্কিত ভিডিও ডিলিট করছেন বলেই জানিয়েছেন।