শো মাস্ট গো অন! কেকে বিতর্কের মধ্যেই নজরুল মঞ্চে আজ অনুপমের লাইভ

শো মাস্ট গো অন! কেকে বিতর্কের মধ্যেই নজরুল মঞ্চে আজ অনুপমের লাইভ

কলকাতা: শেষবার গত মঙ্গলবার রাতে স্টেজে উঠেছিলেন কেকে। কয়েক হাজার দর্শক, ভক্ত-অনুরাগীকে আনন্দে মাতিয়ে দিয়ে সে রাতেই পৃথিবী থেকে ছুটি নিয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তারপর থেকেই রাতারাতি অভিশাপে পরিণত হয়েছে নজরুল মঞ্চের স্টেজ। বুধবার সকাল থেকেই কেকের মৃত্যু প্রসঙ্গে নজরুল মঞ্চের কর্মকর্তা এবং প্রশাসনের গাফিলতির দিকগুলোই বারবার সামনে এসেছে। প্রখ্যাত এই মুম্বই প্লেব্যাক সিঙ্গারের মৃত্যুর পরেই জানা যায় যেখানে নজরুল মঞ্চের দর্শকের ধারণক্ষমতা মাত্র আড়াই হাজার সেখানে নাকি কেকের ওই লাইভ অনুষ্ঠানে দর্শক হয়েছিল প্রায় সাত হাজার। অন্যদিকে এসিও নাকি ঠিকঠাক কাজ করছিল না অডিটোরিয়ামের মধ্যে। এই সমস্ত কারণেই এমনভাবে অকালে চলে যেতে হল কেকেকে, এমনটাই দাবি করছেন কেকে ভক্তদের একাংশ। ফলে এই ঘটনায় বেশ কিছুটা চাপে পড়েছেন নজরুল মঞ্চের কর্মকর্তারা। কিন্তু কথায় আছে ‘শো মাস্ট গো অন’। আর তাই মাত্র দু’দিন বন্ধ থাকার পর আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় নজরুল মঞ্চে ফের লাইভ অনুষ্ঠান। কেকের পর এবার ওই বিতর্কিত অডিটোরিয়ামের মঞ্চে উঠছেন অনুপম। আর তাই এই লাইভ শোতে যাতে কোনওরকম অব্যবস্থা কিংবা গাফিলতি না হয় তার জন্য প্রথম থেকেই কড়াকড়ি অডিটোরিয়াম চত্বরে।

জানা যাচ্ছে কেকের মৃত্যুর জেরেই বড়সড় বদল হয়েছে নজরুল মঞ্চের জলসার। এবার থেকে এই অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালীন মঞ্চের ভিতরে এবং বাইরে অ্যাম্বুলেন্স রাখা থাকবে। সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও। এমনকি কোনো অঘটন ঘটলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে তার চিকিৎসার ব্যবস্থা দ্রুত শুরু করা যায় তার জন্য অবগত রাখা হবে নিকটবর্তী হাসপাতালকেও। এছাড়া দর্শক নিয়ন্ত্রণের ক্ষেত্রে থাকছে কড়াকড়ি নিয়ম।

গত মঙ্গলবারের পর এবার নজরুল মঞ্চে অনুষ্ঠান অনুপম রায়ের। শুক্রবার সন্ধ্যাতেই ওই অডিটোরিয়ামের মঞ্চে ওঠার কথা অনুপমের। আর তাই বৃহস্পতিবার সন্ধ্যা হতেই পুলিশের সঙ্গে বৈঠক করেছিলেন আয়োজক কলেজ কর্তৃপক্ষ। তারা জানিয়েছিলেন নজরুল মঞ্চ অনুষ্ঠান চলাকালীন দুটি অ্যাম্বুলেন্স থাকবে, এছাড়া থাকবেন দুজন চিকিৎসক। তাদের মধ্যে আবার একজন হৃদবিশেষজ্ঞ বলেও জানানো হয়েছে। অন্যদিকে মঞ্চে যাতে শিল্পীর গরম না লাগে তার জন্য অডিটোরিয়ামের এসির পাশাপাশি থাকছে ছটি পোর্টেবল এসি, বা স্ট্যান্ড ফ্যান কিংবা কুলার। অন্যদিকে শিল্পীর কাছে যাতে দর্শকরা কোনোভাবেই পৌঁছাতে না পারে তার জন্য বাউন্সারের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ভিড় ঠেকাতে অনুষ্ঠানের পাশে যাতে একজনের বেশি দুজন না ঢুকতে পারে তার জন্য নজরুল মঞ্চের গেটেও থাকবে কড়া পাহারা। 

আজ অর্থাৎ শুক্রবার বিকেলে রিজেন্ট পার্কের ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ফেস্ট নজরুল মঞ্চে। বিকেল পাঁচটা থেকেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা এবং সন্ধ্যা সাতটায় স্টেজে উঠবেন অনুপম। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অনুপমের ব্যান্ডের তরফ থেকে গায়কের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে এই অনুষ্ঠান প্রসঙ্গে অনুপম জানিয়েছেন, ‘যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে উদ্যোক্তাদের দায়ী না করে নিজের নিরাপত্তারক্ষীদেরই দায়ী করব।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + four =