কলকাতা: পরিচালক অনীক দত্তের অপরাজিত বক্স অফিসে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে। নন্দনে অপরাজিত শো টাইম না পেলেও রমরমিয়ে চলছে মাল্টিপ্লেক্সে। সত্যজিত রায়ের পথের পাঁচালি তৈরির ছবি অপরাজিত নন্দনে শো টাইম পায়নি। এই নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নন্দন কর্তৃপক্ষকে। ঠিক যে মুহূর্তে নন্দন দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করেছে, সেই সময় কুণাল ঘোষের মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কুণাল ঘোষ এবার অনীক দত্তের বিরুদ্ধে থিম চুরি করার অভিযোগ করলেন।
কী বলেছেন কুণাল ঘোষ? সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, ‘অপরাজিত ছবিটি কি মৌলিক ভাবনা? ২০১২ সালে নথিভুক্ত পথের পাঁচালী তৈরির ছবিটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে ছবি। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাঁদের ছবির কাজ চলছে। সেই ছবিটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’ টুইটে এই মন্তব্যের পাশাপাশি কয়েকটি ছবি ও ডকুমেন্ট শেয়ার করেছেন। ডকুমেন্টে দেখা গিয়েছে প্রসেনজিৎ ঘোষের নামে ‘বিষয় পথের পাঁচালী’ নামে রেজিস্টেশন করা হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, রাজ্যের পুলিশমহলের একাংশ সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে এই সিনেমাটি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। সিনেমাটির শুটিং এখনও চলছে। ২০১২ সালে এই ছবির জন্য রেজিস্ট্রেশন করা হয়। শুটিং শুরু হওয়ার পরও নানা কারণে তার গতি শ্লথ হয়ে যায়। সেই ভাবনা নিয়ে অন্য একটি ছবি মুক্তি পেয়ে গেল। কোনওভাবে এই ছবি চুরি করা নয়তো বলেও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ অভিযোগ করেন, কলকাতা পুলিশ তাঁদের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায়কে নিয়ে সিনেমা তৈরির চেষ্টা করছেন। কী করে তাঁদের ভাবনায় অন্য সিনেমা মুক্তি পেয়ে গেল।
অপরাজিত সিনেমার পরিচালক অনীক দত্ত জানিয়েছেন, এই নিয়ে তাঁর কিছুই বলার নেই। তবে যে নন্দন সত্যজিত রায় উদ্বোধন করেছিলেন, সেই নন্দনে তাঁকে নিয়ে তৈরি ছবি শো টাইম পেল না, এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল। নেটিজেনদের একাংশের দাবি, অনীল দত্তের রাজনৈতিক আদর্শের জন্যই তাঁর ছবি মুক্তি পেল না নন্দনে।