মুম্বই ছেড়ে এবার বাংলা ছবিতে রিয়া? যা জানালেন প্রযোজক রানা সরকার

মুম্বই ছেড়ে এবার বাংলা ছবিতে রিয়া? যা জানালেন প্রযোজক রানা সরকার

কলকাতা:  ২০২০ সালের জুন মাস৷ মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ৷ সুশান্তের অস্বাভাবিক মৃত্য়ুর পর অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। অভিযোগ, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করতেন রিয়া ও তাঁর ভাই৷ এই মামলায় রিয়াকে গ্রেফতারও করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷  বেশ কিছুদিন জামিনে ছাড়া পান। পাশাপাশি তাঁর বিরুদ্ধে অভিনেতার টাকা নয়ছয়ের অভিযোগও আনে সুশান্তের পরিবার৷  এই ঝড় ঝাপটা কাটিয়ে কিছুটা থিতু তাঁর জীবন৷ এরই মধ্যে জোড় চর্চা, এবার টলিউডে পা রাখতে চলছেন রিয়া চক্রবর্তী। প্রথম সারির এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

আরও পড়ুন- সোহমকে সঙ্গে নিয়ে ইস্কনের রথে টান, সংহতির বার্তা নুসরত জাহানের

আজ, ২জুলাই রিয়ার জন্মদিন। সেই উপলক্ষে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন রানা৷ সেখানে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’এর পর থেকেই গুঞ্জন, তবে কি বাংলা ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন রিয়া? রানার টুইটে অবশ্য তেমনই ইঙ্গিত মিলেছে৷ রানা জানিয়েছেন, পরবর্তী ছবির জন্য তিনি রিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখনও সবটা চূড়ান্ত  হয়নি। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘আমি মনে করি না ওঁর কোনও দোষ ছিল৷ আর মুম্বইয়ে তো কেউ ওঁকে সেভাবে কাজও দিচ্ছে না৷ তাই কলকাতায় ছবি করতেই পারে।”

কোন ধরনের ছবিতে অভিনয় করবেন রিয়া? তাঁর বিপরীতেই বা কাকে দেখা যাবে? জবাবে রানা জানিয়েছেন, এই সকল বিষয়গুলি সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারা যাবে। রানা বলেন, ‘‘ওঁর বিপরীতে কেউ নাও থাকতে পারে। হয়তো অন্য ধরনের চিত্রনাট্য ভাবা হতে পারে রিয়ার জন্যে। তবে রিয়া ভালো অভিনয় করেন। বাংলাটাও বলতে পারেন। তাই ওঁকে নিয়ে কাজ করতে পারলে ভালোই লাগবে।’ রিয়া প্রবাসী বাঙালি৷ বাংলায় বেড়ে না উঠলেও বাংলাটা তাঁর রক্তে৷ 

তবে সুশান্তের মৃত্যুর পর কলকাতার একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে রিয়াকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তাঁকে নিয়ে ছবি করা হলে বাণিজ্যিক দিক থেকে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? এই প্রসঙ্গে  রানা বলেন, “আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরেও অনেকে বলেছিলেন শাখরুখ পুত্রের জীবন শেষ। কিন্তু, পরে তিনি নির্দোষ প্রমাণিত হন। রিয়া এখনও দোষী সাব্যস্ত হননি। তিনি একজন অভিনেত্রী। একজন শিল্পীর বিচার শিল্প দিয়েই হওয়া উচিত। কারও ব্যক্তিগত জীবন দিয়ে তাঁর শিল্পীসত্ত্বাকে বিচার করা সম্ভব নয়।”

রানা আরও বলেন, “ একটা সময় সোশ্যাল মিডিয়ায় বিস্তর হেনস্থা করা হয়েছিল রিয়াকে। আদালত যদি তাঁকে দোষী সাব্যস্ত করে, সেক্ষেত্রে আমাদের আর কিছু বলার থাকে না। কিন্তু, এখন তো তেমনটা ঘটেনি। তাই বিচার হওয়ার আগে আমরা তাঁকে দোষী বলতে পারি না।”