লাল হাই স্লিট পোশাকে আগুন ঝরা লাস্য! জ্যাকলিনের ছবিতে কুপোকাত নেটপাড়া

লাল হাই স্লিট পোশাকে আগুন ঝরা লাস্য! জ্যাকলিনের ছবিতে কুপোকাত নেটপাড়া

মুম্বই: বলিউডে লাস্যময়ী অভিনেত্রীদের তালিকায় তিনি রয়েছেন প্রথম সারিতে৷ তাঁর এক ঝলক পেতে মরিয়া থাকেন অনুরাগীরা৷ খুব শীঘ্রই অক্ষয় কুমার এবং নুসরত ভারুচ্চার সঙ্গে রোহিত শেট্টি পরিচালিত রাম সেতু এবং সার্কাস ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। জ্যাকলিন বিটাউনে ‘সানশাইন গার্ল’ নামেও পরিচিত৷ তিনি এমন একজন অভিনেত্রী যাঁরা সেক্সি অবতার সর্বদাই ফোকাসে থাকে।

jaklin

আরও একবার সেক্সি অবতারে নজর কাড়লেন জ্যাকলিন৷ সম্প্রতি গুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ আগুন ঝরা লাস্যে নেটপাড়ায় উষ্ণতা ছড়ালেন তিনি৷ লাল রঙের হাই স্লিট পোশাকে তাঁকে দেখে রাতের ঘুম উড়েছে পুরুষদের৷ 

আরও পড়ুন- মুম্বই ছেড়ে এবার বাংলা ছবিতে রিয়া? যা জানালেন প্রযোজক রানা সরকার

একটি নামী জুতোর ব্র্যান্ডের বিজ্ঞাপনে পোজ দিয়েছেন জ্যাকলিন। ক্যাপশনে লিখেছিলেন, ‘@ajiouxe এখন শুধু ভারতেই @aquazzura স্ক্রিন করছে।’ অভিনেত্রী সম্প্রতি তার এনজিও, ‘ইউ অনলি লিভ ওয়ানস’ এর পক্ষ থেকে ক্যাফে অর্পনের কর্মীদের সঙ্গে অটিজম প্রাইড ডে-ও উদযাপন করেছেন, পাশাপাশি তিনি ব্যস্ত নতুন সিনেমা ‘বিক্রান্ত রোনা’ এর বিপণনে৷ তবে জ্যাকলিনের সাম্প্রতিক ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় হট কেক৷ লাল রঙের হাই স্লিট পোশাকের সঙ্গে তাঁর সংবেদনশীল অভিব্যক্তি ছবিগুলিতে অন্যমাত্রা যোগ করেছে৷ 

জ্যাকলিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 6 =