তরুণ মজুমদারের শেষ ইচ্ছেপূরণ, জ্বর গায়েই পারলৌকিক কাজে মানসকন্যা দেবশ্রী

তরুণ মজুমদারের শেষ ইচ্ছেপূরণ, জ্বর গায়েই পারলৌকিক কাজে মানসকন্যা দেবশ্রী

eadfdc16d0f1dd14be7fb63c617fdc5e

কলকাতা:  প্রয়াত পরিচালক তরুণ মজুমদার ছিলেন নিঃসন্তান৷ শেষ ইচ্ছে ছিল, তিন মানসকন্যা মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী বা দেবশ্রী রায় যেন তাঁর পারলৌকিক কাজ করেন। মহুয়া আমাদের ছেড়ে গিয়েছেন অনেক দিন আগেই৷ মৌসুমীও আসতে পারেননি৷ তাই অভিনয়ের শিক্ষাগুরুর শেষ ইচ্ছেপূরণে এগিয়ে এলেন অভিনেত্রী দেবশ্রী রায়। প্রথমসারির এক বাংলা দৈনিককে জানালেন, জ্বর গায়েই শুক্রবার প্রয়াত পরিচালেক পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করবেন তিনি৷ 

আরও পড়ুন- কেমন ছিল ফুলসজ্জার রাত? কফি উইথ করণ-এ পর্দা ফাঁস করলেন আলিয়া

দেবশ্রী জানান, তরুণ মজুমদারকে শেষ দেখা দেখে এসে ঠান্ডা জলে স্নান করেছিলেন৷ এর পর থেকেই প্রবল জ্বরে ভুগছেন৷ সঙ্গে সর্দি-কাশি রয়েছে। তবুও তরুণবাবুর শেষ ইচ্ছা পূরণ করবেন তিনি৷  

৪ জুলাই মারা যায় বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার৷ দেবশ্রী বারবার জানিয়েছেন তরুণ মজুমদার তাঁর কাছে পিতৃস্থানীয়৷ তাঁর অভিনয়ের শিক্ষাগুরু। তাঁর নামও তরুণেরই দেওয়া৷ তাই ‘বাবা’র শেষ ইচ্ছেপূরণ করাটা তাঁর কর্তব্য। বৃহস্পতিবার রাতে অভিনেত্রী বলেছিলেন, ‘‘শুক্রবার আমার বাড়ির কাছে একটি মন্দিরে আমার চলচ্চিত্র জগতের বাবা তরুণ মজুমদারের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করব। এটাই তাঁর প্রতি আমার গুরুদক্ষিণা।’’ 

দেবশ্রী জানান, বৃহস্পতিবার তরুণ মজুমদারের দিদি তাঁদের কলকাতার বাড়িতে প্রথম প্রয়াত পরিচালকের পারলৌকিক কাজ করেন। সেই উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকেও৷ আসতে বলা হয়েছিল সন্ধ্যা রায়, অয়ন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য ঘনিষ্ঠদের৷ তবে অসুস্থতার কারণেই উপস্থিত থাকতে পারেননি দেবশ্রী। যেতে পারেননি তরুণ-পত্নী সন্ধ্যা রায়ও। তবে উপস্থিত হয়েছিলেন অয়ন বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার পূর্ণদাস রায় রোডের ডাকাত কালী মন্দিরে তরুণবাবুর পারলৌকিক কাজের আয়োজন করছেন দেবশ্রী। এদিন উপস্থিত থাকবেন অয়ন বন্দ্যোপাধ্যায়ও। অভিনেত্রীর কথায়, ‘‘এই মন্দিরে তেমন ভিড় থাকে না। শান্তিতে পুজোপাঠ করতে পারব। আমরাই ওঁর সন্তানসম ছিলাম। ওঁর আত্মার শান্তি চেয়ে আমরাই পারলৌকিক কাজ করব।’’