কলকাতা: কোন ব্লাড ব্যাঙ্কে কোন কোন গ্রুপের কত রক্ত আছে, জানতে রাজ্য স্বাস্থ্য দপ্তর চালু করল ‘জীবনশক্তি’ নামের অনলাইন পোর্টাল। শীঘ্রই এই নামে একটি অ্যাপও মোবাইলের প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। বুধবার রানাঘাটের ছাতিমতলায় প্রশাসনিক বৈঠকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মলয় দে, অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) রাজীব সিনহা প্রমুখ।
সূত্রের খবর, এখন www.wbhealth.gov.in/JeevanShaktiOnline-এ ক্লিক করলেই এই পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এপ্রসঙ্গে অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) রাজীব সিনহা বলেন, এই পরিষেবার নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। আশা করছি, এর মাধ্যমে রাজ্যের মানুষ জরুরি প্রয়োজনে ব্লাড ব্যাঙ্ক সংক্রান্ত বহু তথ্যই হাতের কাছে পেয়ে যাবেন। স্বাস্থ্য প্রশাসন সূত্রের দাবি, রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা ব্লাড ব্যাঙ্ক নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এই পোর্টালের মাধ্যমে। কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের রক্ত বা তার উপাদান কত পরিমাণে আছে, সব তথ্যই জানা যাবে সেখান থেকে। জানা যাবে বিভিন্ন বিরল গ্রুপের রক্ত কত ইউনিট, কত পরিমাণে আছে, তাও। এছাড়া স্বেচ্ছা রক্তদানে ইচ্ছুক মানুষজন এখানে নাম, মোবাইল নম্বর, ঠিকানা, রক্তের গ্রুপ ইত্যাদি তথ্যও নথিভুক্ত করতে পারবেন।