ডেঙ্গু রুখতে সামান্য এই পরামর্শ মেনে চলুন, বলছেন বিশেষজ্ঞরা

কলকাতা: গরম পড়ছে। তাই স্বাভাবিকভাবেই শরীরে ঘাম হবে। কিন্তু সেই ঘামই ডেঙ্গুর জীবাণুবাহী ইডিস ইজিপ্টাই মশার সবথেকে প্রিয়। তাই স্নান করে শরীর ঘামমুক্ত রাখতে হবে। শুধু তাই নয়, গরমে যতটা সম্ভব সুগন্ধী পারফিউম, সুগন্ধী সাবান এড়াতে হবে। রবীন্দ্র সদনে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ আয়োজিত মশকবাহিত রোগ প্রতিরোধ সংক্রান্ত এক কর্মশালায় এসে এমনই পরামর্শ দিলেন মুখ্য

ডেঙ্গু রুখতে সামান্য এই পরামর্শ মেনে চলুন, বলছেন বিশেষজ্ঞরা

কলকাতা: গরম পড়ছে। তাই স্বাভাবিকভাবেই শরীরে ঘাম হবে। কিন্তু সেই ঘামই ডেঙ্গুর জীবাণুবাহী ইডিস ইজিপ্টাই মশার সবথেকে প্রিয়। তাই স্নান করে শরীর ঘামমুক্ত রাখতে হবে। শুধু তাই নয়, গরমে যতটা সম্ভব সুগন্ধী পারফিউম, সুগন্ধী সাবান এড়াতে হবে। রবীন্দ্র সদনে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ আয়োজিত মশকবাহিত রোগ প্রতিরোধ সংক্রান্ত এক কর্মশালায় এসে এমনই পরামর্শ দিলেন মুখ্য পতঙ্গবিদ ডঃ দেবাশিস বিশ্বাস।

তিনি বলেন, মেয়ে মশা একটা পুরুষের সঙ্গে মিলিত হওয়ার পর সারাজীবন কারও সঙ্গে মিলন করে না। তারপর সেই পুরষ মশার স্পার্ম মেয়ে মশা ‘স্পার্মাথিকা’ নামক থলিতে রেখে দেয়। তা ডিম্বানুতে পরিণত হলে মেয়ে মশার রক্ত প্রয়োজন হয়। আর তখনই ঘর্মাক্ত মানুষদের উপর হামলা করে মেয়ে ইডিস ইজিপ্টিাই মশা। ফলে ডেঙ্গুতে আক্রান্ত হতে বেশি সময় লাগবে না। তিনি এও বলেন, মদ খাওয়ার সময়েও মানুষ ঘামে। সেই ঘাম দ্রুত মুছে ফেলতে হবে। কারণ, শরীরের ভিতরে অ্যালকোহল গেলে যে ঘাম বের হয়, তাতে ল্যাকটিক অ্যাসিডও বের হয়। সেই ঘামও খুব প্রিয় ইডিস ইজিপ্টাই মশার। বর্তমানে ইডিস ইজিপ্টাই মশা শুধু সকালে নয়, রাতেও কামড়ায়। পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণিত, রাতে কামড়ানোর প্রবণতা আগের তুলনায় অনেকটাই বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 10 =