কলকাতা: ১৯৯৪ সালের ২১ মে৷ সারা বিশ্বকে সাক্ষী রেখে মিস ইউনিভার্সের শিরোপা উঠেছিল বঙ্গ তনয়া সুস্মিতা সেনের মাথায়৷ তিনিই ভারতের প্রথম মহিলা যিনি এই খেতাব জয় করেন৷ কিন্তু অনেকেই হয়তো জানেন না এই সুস্মিতাই এক সময় ঐশ্বর্য রাইয়ের সঙ্গে একই ব়্যাম্পে হাঁটতে ভয় পেয়েছিলেন৷ মিস ইন্ডিয়া প্রতিযোগিতা থেকে নামও সরিয়ে নিয়ে চেয়েছিলেন৷ কিন্তু, একটি মাত্র উত্তর তাঁকে এনে দিয়েছিল সাফল্য৷ লিখেছিলেন ইতিহাস৷
আরও পড়ুন- রণবীরের ছবির সেটে ভয়ানক আগুনে মৃত ১, পিছিয়ে গেল শ্যুটিং
মিস ইউনিভার্সের মঞ্চে পা দেওয়ার আগে ১৯৯৪ সালেই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সুস্মিতা৷ কিন্তু, তিনি জানতেন না ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ঐশ্বর্যও৷ পরে যখন সকলে জানতে পারেন, তখন অনেক প্রতিযোগীই তাঁদের নাম প্রত্যাহার করে নেন৷ কারণ, তখন ঐশ্বর্যর প্রভাব ছিল মারাত্মক৷ তাঁর রূপ মার্ধুর্যের সঙ্গে পাল্লা দেওয়াটা ছিল সত্যই কঠিন৷ তাই নাম প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন সুস্মিতাও৷ কিন্তু, সেই সময় তাঁকে বাধা দেন তাঁর মা৷ বলেন, ‘প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই তুমি হেরে যাচ্ছ? যদি মনে করো যে ঐশ্বর্য এই বিশ্বের সেরা সুন্দরী, তা হলে তার কাছে হারতে অসুবিধা কোথায়? চ্যালেঞ্জ গ্রহণ কর৷ ঐশ্বর্যকে নিয়ে আতঙ্কিত হয়ো না৷’ শেষ পর্যন্ত তিনি মায়ের কথাই মেনে নেন এবং প্রতিযোগিতায় অংশ নেন৷ প্রতিযোগিতার প্রথম থেকে শেষ পর্যন্ত ব়্যাম্পে ছিল হাড্ডাহাড্ডি লড়াই৷ প্রতিটি রাউন্ডে আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেন বঙ্গতনয়া এবং সহজেই ফাইনাল রাউন্ডে পৌঁছে যান৷
মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বর্য এবং সুস্মিতা দু’ জনেই এত ভাল পারফরমেন্স করেছিলেন যে, তাঁদের মধ্যে টাই-আপ পরিস্থিতি তৈরি হয়। বিজয়ীকে খুঁজে পেতে তাঁদের জন্য একটি পৃথক টাই ব্রেকার রাউন্ডের আয়োজন করতে হয়৷ যেখানে তাঁদের দু’ জনকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়। ঐশ্বর্যকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি আপনার ভবিষ্যৎ স্বামীর মধ্যে যদি বিশেষত্বের সন্ধান করেন, তবে কি টিভি শো দ্য বোল্ড অ্যান্ড বিউটিফুল বা সান্তা বারবারার মেসন ক্যাপওয়েলের রিজ ফরেস্টারের কথা মনে করিয়ে দেবেন?’ জবাবে ঐশ্বর্য বলেছিলেন, ‘আমার উত্তর হবে মেসন। দু’টি চরিত্রের মধ্যে অনেকটাই মিল রয়েছে। তবে আমার মনে হয়, মেসন অনেক বেশি যত্নশীল প্রকৃতির এবং তাঁর রসিকতার ধরন অনন্য। এই বিশেষত্ব আমার স্বভাব অনুযায়ী নিখুঁত।’
ওই রাউন্ডেই সুস্মিতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘আপনি ভারতের পোশাক ঐতিহ্য সম্পর্কে কী জানেন? তার বয়স কত এবং ব্যক্তিগত ভাবে আপনি কী ধরনের পোশাক পরতে পছন্দ করেন?’ এই প্রশ্নের উত্তরে সুস্মিতা বলেছিলেন, ‘আমার মনে হয় ভারতে উত্তরাধিকার শুরু হয়েছে মহাত্মা গান্ধীর খাদি থেকে। তার পর থেকে পোশাকে হয়তো অনেক বদল এসেছে। কিন্তু, ভারতীয় টেক্সটাইল হেরিটেজের ভিত্তি সেখান থেকেই শুরু৷’ তাঁর উত্তর বিচারকদের মুগ্ধ করেছিল৷ যে সুস্মিতা সেন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন, তিনিই হয়েছিলেন মিস ইন্ডিয়া৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>